চাপ সামলে উঠতে না পারাকেই দায় দিচ্ছেন কোহলি

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাঁচা মরার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অধরা রেখেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আইপিএল আগের ১২টি আসরে ৩ বার ফাইনাল খেললেও শিরোপা ছুয়ে দেখা হয়নি বিরাট কোহলির বেঙ্গালুরুর।
এবার দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়ে শিরোপার আশায় ছিল দলটি। তবে এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে আবারও ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়েছে তারা।

দলের পরাজয়ের জন্য প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে না পারাকে প্রধান কারণ হিসেবে দেখছেন বেঙ্গালুরু দলপতি বিরাট কোহলি। একই সঙ্গে নিজেদের ইনিংসের সময় প্রতিপক্ষের চাপে পড়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণে কোহলি বলেন, 'আপনি যদি প্রথম ইনিংসের কথা বলেন তবে আমার মনে হয় না আমাদের যথেষ্ট রান ছিল। তারা প্রথম ইনিংসেই আমাদের অনেক চাপে ফেলেছিল। কয়েকটি ভুল সিদ্ধান্তের জন্য আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি।'
'কিছুটা স্নায়ুচাপ হতে পারে, কিছুটা দ্বিধাও হতে পারে, আমাদের হাত খুলে ব্যাটিং করা প্রয়োজন ছিল। আমরা কেবল বোলারদের যে জায়গাগুলোতে চায় সেখানে বল করার সুযোগ দিয়েছিলাম এবং তাদের উপর যথেষ্ট চাপ তৈরি করিনি। এটি একটি সহজ ম্যাচ ছিল এবং কেন (উইলিয়ামসন) সেটিকে আরও সহজ করে তুলেছিল।'
দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় তাড়া করেছিল বেঙ্গালুরুকে। হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৩১ রানে থেমেছিল কোহলিদের ইনিংস। জবাবে কেন উইলিয়ামসনের অপরাজিত ৫০ আর জেসন হোল্ডারের অপরাজিত ২৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।