প্লে অফে খেলতে কি করতে হতো জানতেন কোহলি

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬ উইকেটে হেরে গেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও তাতে প্লে-অফ খেলাতে কোনো সমস্যা হবে না তাদের। নেট রান রেটে এগিয়ে থাকায় কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর।
দলটির অধিনায়ক বিরাট কোহলি মনে করেন যোগ্য দল হিসেবেই প্লে-অফ নিশ্চিত করেছেন তারা। প্রথম দুই দলের লড়াইটাও দারুণ হবে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, 'আপনি খেলতে আসেন নিজের পক্ষে ফলাফল নেয়ার জন্যই। আমরা খুশি যে কোয়ালিফায়ার খেলবো। প্রথম দুই দলের লড়াইটা দারুণ হবে। কিন্তু আমরা মনে করি যথেষ্ট ভালো খেলেই আমরা এই জায়গাটা পেয়েছি।'
আগে ব্যাট করে দিল্লির সামনে ১৫৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বেঙ্গালুরু। এক ওভার ও ছয় উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ম্যাচ শেষে কোহলি জানিয়েছেন ১১ ওভারের সময়ই তারা জানতেন শ্রেয়াস আয়ারদের আটকে রাখতে হবে ১৭ ওভার তিন বল পর্যন্ত। তাহলেই খেলা যাবে কোয়ালিফায়ার।
বেঙ্গালুরু অধিনায়ক বলেন, '১১ ওভারের সময় ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয় ১৭ ওভার ৩ বল পর্যন্ত আটকে রাখতে হবে। আমরা ম্যাচ হারলেও মাঝের দিকটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি।'
কোয়ালিফায়ারে ভালো খেলার ব্যাপারেও আশাবাদি কোহলি, 'আমাদের চেষ্টা ও সুযোগ আছে। দল হিসেবে আমরা এটাই চাই। আমি নিশ্চিত দলের সবাই সামনে যেটা আছে, সেটা নিয়ে রোমাঞ্চিত। আমাদের আরও অনেক অনেক সাহসী হতে হবে।'