'শুধু আইপিএল খেলে ধোনির পারফর্ম করা অসম্ভব'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরেই সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও গরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও এখানে ভালো পারফর্ম করতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক।
এবারের আইপিএলে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে বিদায় নিতে হয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংসকে। দলের বাকিদের পারফরম্যান্সের মতোই নিষ্প্রভ ছিলেন ধোনিও। হাসেনি তার ব্যাটও। তবুও আগামী মৌসুমে আইপিএল খেলার আভাস দিয়েছেন ধোনি।

ভারতের আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন প্রতি বছর কেবল আইপিএল খেলে ধোনির জন্য পারফর্ম করা বেশ কঠিন ব্যাপার হবে। এই বয়সে ফিট থাকতে খেলার বিকল্প নেই বলে মনে করেন কপিল।
তিনি বলেন, 'যদি ধোনি সিদ্ধান্ত নেয় প্রতি বছর শুধু আইপিএল খেলবে। তাহলে তার জন্য পারফর্ম করা অসম্ভব। বয়স নিয়ে কথা বলা ঠিক না কিন্তু ৩৯ বছর বয়সে সে যত খেলবে তত শরীর ঠিক থাকবে।'
'আপনি যদি বছরের দশ মাস ক্রিকেট না খেলেন এবং হঠাৎ করে আইপিএল খেলতে নামেন। তখন দেখবেন কী ঘটে। আপনি যদি কোনো মৌসুমে অনেক ক্রিকেট খেলেন তাহলে উপর-নিচ হবেই। এটা ক্রিস গেইলের মতো ক্রিকেটারের ক্ষেত্রেও ঘটে।'
একই সঙ্গে ধোনিকে নিজের পারফর্ম্যান্স ঠিক রাখার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে যাবার জন্য পরামর্শ দিয়েছেন কপিল।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'তার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে যাওয়া উচিত। কেউ যদি অনেক কিছু অর্জন করে, সেটা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দেখা যাক সে এটা কীভাবে পার করে।'