আকবরের সেঞ্চুরির দিনে আফিফদের রানের পাহাড়

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রেসিডেন্টস কাপে ভালো করতে না পারলেও হাই পারফরম্যান্স ইউনিটের দুই দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন আকবর আলী। আকবরের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন শাহদাত হোসেন দিপুও। প্রথম দিন শেষে ৭ উইকেটে ৪০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে আফিফ হোসেন ধ্রুবর ‘এ’ দল।
এইচপির স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের দুই দলে ভাগ করে আয়োজন করা হয়েছে এই প্রস্তুতি ম্যাচ। যেখানে ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছেন আফিফ হোসেন ধ্রুব আর ‘বি’ দলের নাইম শেখ। প্রথম দিনে ব্যাট করতে নেমে বেশ ভালো সূচনা করেন ‘এ’ দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও দিপু। ৪৪ বলে ৩৫ রান করে তানজিদ ফিরে গেলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।
তানজিদের বিদায়ের পর ভালো শুরু করলেও দীর্ঘস্থায়ী হতে পারেননি মাহমুদুল হাসান জয়। ফিরে গেছেন ৩০ রান করে। এরপর ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন ওপেনার দিপু। সঙ্গে নেন আকবর আলীকে। দুই জনে মিলে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিতে থাকেন।

চা বিরতির পর সেঞ্চুরির খুব কাছে গিয়ে হতাশ হয়ে ফিরতে হয় দিপুকে। ১৬২ বলে ৯৪ রান করে সাগরের বলে অঙ্কনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটসম্যান। আর এতে করেই ভাঙে তাদের ১৩৭ রানের অনবদ্য জুটি।
দিপু ফিরলেও উইকেট কামড়ে ধরে সেঞ্চুরি তুলে নেন আকবর। শামীম পাটওয়ারিকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
দুজনের জুটি থেকে আসে ১২০ রান। শেষ পর্যন্ত ১৬১ বলে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর। আর ৬৭ রান করেন শামীম।
ব্যাটসম্যানদের দাপটে প্রথম দিনে ৮০ ওভারে ৪০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফিফের দল। ‘বি’ দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও শাহিন আলম। আর অন্য উইকেটটি নিয়েছেন নোমান চৌধুরী সাগর।
প্রথমদিন শেষে সংক্ষিপ্ত স্কোর-
‘এ’ দল: ৪০৬/৭ ( ওভার ৮০)
(আকবর ১৩৬, দিপু ৯৪; রেজাউর ২/৬৩,শাহিন ২/৭১)