স্টোকসের উইকেটটি দীনেশ কার্তিকের!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
'ক্যাচ মিস তো ম্যাচ মিস' কথাটি বিশ্ব ক্রিকেটে বহুল প্রচলিত। একটি অসাধারণ ক্যাচ ম্যাচকে ঘুরিয়ে দেবার পাশাপাশি জয়ও এনে দিতে সক্ষম। যার নজির দেখা গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে।
সেই ম্যাচে রাজস্থানের ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের করা বল আর্চারের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। সেই বলটিকে বাঁজ পাখির মত উড়ে গিয়ে এক হাতে অবিশ্বাস্যভাবে লুফে নিয়ে স্টোকসকে সাজঘরে পাঠান কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক দীনেশ কার্তিক।
কার্তিকের অবিশ্বাস্য সেই ক্যাচ দেখে কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে ক্রিজেই দাড়িয়ে রইলেন স্টোকস। আর এই ক্যাচটাকেই কলকাতার জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করছেন ক্রিকেটবোদ্ধারা। কেননা এরপর যে রাজস্থান আর সেভাবে ম্যাচে নিজের কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। শেষ অবধি ৬০ রানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় স্টিভেন স্মিথের দল।

কাগজে-কলমে উইকেটটি কামিন্সের হলেও উইকেটটির কৃতিত্ব বোলারকে দিতে নারাজ কলকাতার দলপতি ইয়ন মরগান। তাঁর মতে এ ধরণের অবিশ্বাস্য ক্যাচ যে ধরে উইকেটটি তারই হয়ে যায়। তাই এটি কার্তিকের উইকেট বলে মন্তব্য করেন তিনি।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় মরগান বলেন, 'দীনেশ কার্তিক ক্যাচটি অসাধারণ ছিল। যখন একজন খেলোয়াড় এ ধরণের ক্যাচ ধরে তখন উইকেটটি পুরোপুরি তার হয়ে যায়। এখানে বোলারের কোন ভূমিকা নেই। এটা কিপারের ক্যাচ এমনকি কিপারের উইকেট।'
এই জয়ের পর লম্বা লাফ দিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে কলকাতা। যদিও এখনই প্লে অফে খেলাটা নিশ্চিত নয় ব্রেন্ডন ম্যাককালামের শীষ্যদের। প্লে অফ নিশ্চিত করতে হলে সানরাইজার্স হায়দারাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটে-বলে কলকাতার অসাধারণ নৈপুণ্যে বেশ আনন্দিত দলটির অধিনায়ক।
এ বিষয়ে কলকাতা দলপতি বলেন, 'ছেলেরা যে সময় জ্বলে উঠেছে সেসময় আমাদের পরিস্থিতি অনুকূলে ছিল না। এই ম্যাচে (রাজস্থানের বিপক্ষের ম্যাচে) তারা অসাধারণ খেলেছে। তাদের যা করা উচিত ছিল তারা তাই করতে চেষ্টা করেছে।'
'আসলে আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে এভাবেই খেলা উচিত ছিল। দলের এ ধরণের পারফর্মম্যান্সে আমি আনন্দিত। এখন যা ই ঘটুক না কেন এখানে আমাদের করার কিছুই নেই।'