ধোনিকে ছাড়িয়ে গেলেন কার্তিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ব্যাট হাতে ঠিকমতো জ্বলে উঠতে পারছেন না কলকাতার উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। কলকাতার হয়ে চলতি আসরের ১৪ ম্যাচে রান করেছেন সর্বসাকুল্যে ১৬৯।
ব্যাট হাতে কিছুটা নিষ্প্রভ থাকলেও উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলছেন এই উইকেটেররক্ষক। উইকেটের পেছনে থেকে রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে গড়েছেন এক অনন্য রেকর্ড।

দুবাইয়ে রাজস্থানের বিপক্ষে সেই ম্যাচে উইকেটের পেছনে চারটি ক্যাচ ধরেন কলকাতার এই উইকেটরক্ষক। আর এতেই চেন্নাই সুপার কিংসের দলপতি মহেন্দ্র সিং ধোনিকে টপকে বনে যান আইপিএলের সবচেয়ে বেশি ক্যাচ ধরা উইকেটরক্ষক।
কার্তিকের নামের পাশে বর্তমানে ১১০ টি ক্যাচ রয়েছে এবং কলকাতা প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে ক্যাচের সংখ্যা বাড়ার সুযোগ থাকবে। চেন্নাই অধিনায়ক ধোনি ১০৯টি ক্যাচ ধরে রয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পার্থিব প্যাটেল। আইপিএলে ৬৬টি ক্যাচ রয়েছে তার। পরবর্তি অবস্থানে রয়েছেন নোমন ওঝা (৬৫) এবং ৫ম অবস্থানে রবিন উথাপ্পা (৫৮)।
কার্তিকের রেকর্ড গড়া ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬০ রানের রানের দুর্দান্ত এক জয় পেয়েছে। আর এই জয়ের ফলে এখনও প্লে অফে খেলার আশা জিইয়ে রেখেছে মরগানবাহিনী।
১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে দিল্লি ক্যাপিটেলস এবং দুইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স।