ধারাবাহিকতার অনন্য উদাহরণ কাগিসো রাবাদা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন কাগিসো রাবাদা। গত আসরের ন্যায় চলতি আসরেও দুর্দান্ত ফর্মে আছেন দিল্লি ক্যাপিটেলসের এই পেসার। সেই সঙ্গে দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। আইপিএলে টানা ২১ ম্যাচে উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা ও বিনয় কুমারকে ছাড়িয়ে গেলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৪ ওভার বোলিং করে সব ম্যাচেই উইকেট পাওয়া একটু কষ্টসাধ্য। আইপিএল হলে তো কথাই নেই। কারণ এখানে বেশিরভাগ পিচগুলোই বানানো হয় ব্যাটিংবান্ধব। ব্যাটসম্যানদের দাপটে বোলাররা খুব বেশি কিছু করে দেখানোর সুযোগ পান না।

আইপিএলে বোলারদের জন্য তেমন কোন সুবিধা না থাকলেও নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন রাবাদা। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন এই ডানহাতি পেসার।
টুর্নামেন্টটিতে টানা সবচেয়ে বেশি ম্যাচে উইকেট নেয়ার রেকর্ডটি ডোয়াইন ব্রাভোর। ২০১২-১৫ সাল পর্যন্ত টানা ২৭ ম্যাচে উইকেট নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডার।
ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের পরে দ্বিতীয় স্থানে ছিলেন বিনয়। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচে উইকেট নিয়েছিলেন ভারতীয় এই পেসার। ৫ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে রাবাদা স্পর্শ করেন বিনয়ের রেকর্ড।
আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২ উইকেট নিয়ে ছাড়িয়ে যান তাকে। এবার অপেক্ষা ব্রাভোকে ছাড়িয়ে যাওয়ার। তালিকার চারে রয়েছেন শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা। ২০১৫ থেকে ২০১৭ আসর পর্যন্ত টানা ১৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন মুম্বাইয়ের পেসার।