promotional_ad

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি, গ্রেপ্তার একজন

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি ধর্ষণের হুমকি দেয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ৫ বছর বয়সী শিশু কন্যাকে। আর এই অপরাধে গুজরাটের ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। 


বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র পুলিশ অফিসার সৌরভ সিং। তিনি এও জানিয়েছেন,  ছেলেটি ইনস্ট্রাগ্রামে ধর্ষণের হুমকি দেয়ার বার্তাটি পোস্ট করার কথা স্বীকার করেছে।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শুরু থেকেই ফর্মে নেই ধোনি। চেন্নাই সুপার কিংস দলপতির বাজে পারফরম্যান্সের কারণে তার শিশু কন্যাকে ধর্ষণ করার হুমকি দেয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারার পর ইনস্ট্রাগ্রামে এই হুমকি দেয়া হয় জিভা ধোনিকে।


scdry_ads

ইনস্ট্রাগ্রাম স্পষ্ট করে লেখা আছে ‘তেরি বেটি জিভাকা রেপ কারু’। জিভার ‘অপরাধ’ কলকাতার বিপক্ষে দলকে জেতাতে পারেনি তার বাবা। শুধু কলকাতার বিপক্ষেই নয় এবারের মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচেই নিজের পারফর‌ম্যান্স দিয়ে দলকে জেতাতে পারেননি চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। 


চলতি আসরে ফিনিশার ধোনির পারফরম্যান্সে যেন মরিচা ধরেছে। আইপিএলের ১৩তম মৌসুমে এখন পর্যন্ত কোন হাফ-সেঞ্চুরি করতে পারেননি ভারতের সাবেক এই অধিনায়ক। আর তাতেই এমন নজিরবিহীন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।


এমন ঘটনার পর গুজরাটের কাঁচ জেলা থেকে ইনস্ট্রাগ্রামে হুমকির পোস্ট দেয়া ওই ছেলেকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ।


এ প্রসঙ্গে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘কয়েকদিন আগে ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট বক্সে জঘন্য হুমকি দেয়ার অভিযাগে জিজ্ঞাসাবাদ করার জন্য নামনা কাপায়া গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রকে আটক করা হয়েছে।’


রাঁচি পুলিশ ছেলেটির ব্যাপারে কাঁচের পুলিশকে জানায় এরপর তারা সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে। এরপর ছেলেটি স্বীকার করেছে যে পোস্টটি সে করেছে। অভিযুক্ত ছেলেটি কাঁচ জেলার মুন্ডার বাসিন্দা। 


সিং বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে ছেলেটিই সেই বার্তাটি পোস্ট করেছিল। এফআইআর করে তাকে রাঁচি পুলিশে সোপর্দ করা হবে।


পুলিশ আরও জানিয়েছে, ছেলেটিকে হেফাজতে নিতে আগামীকাল (আজ) রাঁচি পুলিশের একটি দল সম্ভবত কাঁচে পৌঁছাবে।



Trending News

Publisher & Editor Md Kamal Hossen

Cricfrenzy took birth as the new face of cricket media in Bangladesh to connect the masses with the sport they love unconditionally in a new and exciting way.

Email: cricfrenzy@gmail.com
Phone: +880 1305-271894
Address: 2nd Floor , House 18, Road 2, Mohammadia Housing Socity, Mohammadpur , Dhaka
Vacancies
Contact for Advertisement
Terms & Conditions
Privacy Policies
© 2024 cricfrenzy.com . All rights reserved
footer ball