উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সালমা-জাহানারাদের দল চূড়ান্ত
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কর্তৃক আয়োজিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে দল পেয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি ট্রেলব্লাজারসের হয়ে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা আর ভেলোসিটির হয়ে মাঠ মাতাবেন অলরাউন্ডার জাহানারা।
আইপিএলের আদলে ২০১৮ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় আসর। যার ফাইনাল হবে ৯ নভেম্বর। সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।
অক্টোবরের তৃতীয় সপ্তাহে আসরে অংশ নেয়া ক্রিকেটাররা দুবাইয়ে পৌঁছাবেন। এরপর দুই দফা করোনা টেস্টের পর মাঠের লড়াইয়ে নেমে পড়বেন।
টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে জাহানারা খেললেও এবারের আসরে খেলবেন আরও একজন। তৃতীয় আসরে পেস বোলিং এই অলরাউন্ডারের সঙ্গী বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।

আসন্ন আসরকে সামনে রেখে তিন দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়কদের নাম ঘোষণা করা পাশাপাশি তিন দলের স্কোয়াডও প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে ট্রেলব্লাজারসের হয়ে খেলবেন বাংলাদেশর সালমা আর ভেলোসিটির হয়ে জাহানারা।
ভারত বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি দেখা যাবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। তবে নেই অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার।
প্রত্যেকটি দল একে অপরের সাথে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে হবে ফাইনাল। ৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ৪ ম্যাচের এই টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
তিন দলের স্কোয়াড :
সুপারনোভাস: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমি রদ্রিগেস (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্ধানে, পুনম যাদব, শাকেরা সেলম্যান, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাসট্রাকার, আয়ুশী সনি, আয়াবঙ্গ খাকা এবং মুসকান মালিক।
ট্রেলব্লাজারস: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়াড, হারলিন দোয়েল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একলাস্টোন, নাথকান চান্থম, দেয়ান্দ্রা ডট্টিন, এবং কাশভী গৌতম।
ভেলোসিটি: মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা েউইকেটরক্ষক), একতা বিশট, মানসী যোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যদর্শিনী, মানালি দাকশিনি, লে কাস্পেরেক, ডেনিলে ওয়াট, সানি লুৎস, জাহানারা আলম এবং এম.আনাঘা।
টুর্নামেন্টের সূচি:
সুপারনেভাস বনাম ভেলোসিটি- ৪ নভেম্বর সন্ধ্যা ৭:৩০
ভেলোসিটি বনাম ট্রেলব্লেজারস- ৫ নভেম্বর দুপুর ৩:৩০
ট্রেলব্লেজারস বনাম সুপারনোভাস- ৭ নভেম্বর সন্ধ্যা ৭:৩০
ফাইনাল- ৯ নভেম্বর সন্ধ্যা ৭:৩০