ফ্র্যাঞ্চাইজিরা কেন ম্যাক্সওয়েলের পেছনে দৌড়ায়, প্রশ্ন শেবাগের
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বেশ ভালোই পরিচিতি রয়েছে বিশ্বজুড়ে। প্রতিপক্ষের বোলাররা এক প্রকারে ত্রাস হিসেবে গণ্য করেন তাঁকে। উইকেটে তাঁর অবস্থান করা মানেই বোলাররা তাঁর কাছে তুলোধুনো হবেন, এমনটাই যেন বিধি ছিল একটা সময়।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন এই অজি তারকা ব্যাটসম্যান। আসরের শুরু থেকেই নিজের পারফরম্যান্সের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে ১২ গড়ে করেছেন তিনি মাত্র ৪৮ রান।
এমন নির্বিষ পারফরম্যান্স তাঁকে দাঁড় করিয়েছে সমালোচনার কাঠগড়ায়। যেখানে তাঁকে নিয়ে মন্তব্য করতে ছাড়েননি সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্রর শেবাগ।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা কেন ম্যাক্সওয়েলকে এতো অর্থ দিয়ে দলে নিতে মরিয়া থাকেন তা বুঝতে পারেন না শেবাগ। যেই মূল্য দিয়ে তাঁকে কেনা হয় তাঁর তুলনায় তাঁর পারফরম্যান্স অতি নগণ্য বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।
সম্প্রতি ক্রিক্রেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন সবেক এই ওপেনার।
শেবাগ বলেন, 'আমি জানি না সে কোন প্লাটফর্মে জ্বলে উঠবে। পাঞ্জাব দ্রুত দুই উইকেট হারানোর পর ম্যাচে আগে নেমেছিল (হায়দরাবাদের বিপক্ষে)। সেই সময় অনেক ওভার বাকি ছিল। কিন্তু সে ব্যর্থ হয়েছে। আগের ম্যাচগুলোতে তার এমন চাপ ছিল না, সেখানেও সে পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে।'
'আমি বুঝতে পারছি না, নিলামে এতো টাকা তাঁর পেছনে ব্যয় করা হয় কিন্তু সে অনুযায়ী তিনি পারফরম্যান্স দেখাতে পারেননা। আমি বুঝি না কেন ফ্র্যাঞ্চাইজিরা তাঁর পেছনে দৌড়ায়। আমার মতে তাঁর মূল্য ১০ কোটি থেকে কমিয়ে ১-২ কোটিতে নিয়ে আসা উচিত।'
চলতি আইপিএলে ৬ ম্যাচে যথাক্রমে ১, ৫,১৩, ১১, ১১ এবং ৭ রান করেছেন ম্যাক্সওয়েল। সেই সঙ্গে চলতি আসরে টানা ৫৮ বল কোনো ছক্কার দেখা পাননি এই অলরাউন্ডার। সর্বশেষ অর্ধশতকের ইনিংসটিও তিনি খেলেছিলেন ২০১৬ সালের আসরে।