সত্যিকারের মানুষ হওয়ার আহ্বান মুশফিক-তামিমদের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে ধর্ষণ যেন ছোঁয়াচে রোগের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। সময় যত বাড়ছে বাংলাদেশে ক্রমান্বয়ে ধর্ষনের পরিমাণ বেড়েই চলছে। গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেগুলো দাগ কেটেছে জনসাধারণের মনে। একই সঙ্গে বিষয়গুলো নিয়ে চিন্তিত জাতীয় দলের ক্রিকেটাররাও।
দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলোতে মর্মাহত হয়েছেন মুশফিকুর রহিম। নারীদের প্রতি সম্মান দিয়ে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সাবেক এই অধিনায়ক বলেন, 'গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন।'

ধর্ষনের ঘটনায় সবাইকে এক হওয়ার ডাক দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে তাদেরকে প্রতিহত করে সমাজের সামনে মুখোশ খুলে দেওয়ার কথাও জানিয়েছেন এই টি-টোয়েন্টি অধিনায়ক।
সাইলেন্ট কিলার খ্যাত ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।'
নারীদের প্রতি সম্মান দিতে বলেছেন মুমিনুল হক। তার পাশাপাশি নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে প্রমাণ করতে বলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট অধিনায়কের ভাষ্য মতে, ‘চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।
প্রত্যেকের ঘরেই নারী আছে। কেউ হয়তো মা, কেউ বোন কিংবা মেয়ে। নিজের পরিবারের এই নারীদের কথা ভেবে দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি নিজেকে সত্যিকারে মানুষ হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘নারীকে সম্মান করুন সত্যিকারের মানুষ হন।'