কোহলি-ভিলিয়ার্সের পরামর্শেই চাহালের 'দুইয়ে দুই'

ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার (২১ সেপ্টেম্বর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাঙ্গালোরের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল হায়দারাবাদ।
উইকেটে মোটামুটি থিতু হয়ে বসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ম্যাচ ততক্ষণে অনেকটা নিজেদের আয়ত্ত্বে নিয়ে এসেছিল সানরাইজার্স হায়দারাবাদ।
চলছিল ম্যাচের ১৬ তম ওভার। বল হাতে সে সময় বোলিং করতে এলেন জুজবেন্দ্র চাহাল। অফ স্ট্যাম্পের বাহিরে থাকা ওভারের প্রথম বলটি ফ্রন্ট ফুটে এসে ঠেকান বেয়ারস্টো।

এরপর লেগ স্ট্যাম্পে ভাসিয়ে দেয়া দ্বিতীয় বলটি ভেল্কির মতো বেয়ারস্টোর পা গলে স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। কিছুটা অপ্রস্তুত হয়েই মাঠ ছাড়তে হয় সেট এই ব্যাটসম্যানকে।
এরপর উইকেটে আসেন বিজয় শঙ্কর। ব্যাট হাতে নেমেই চাহালের গুগলির কাছে পরাস্থ হয়ে পরের বলেই ফেরত যান তিনি। এই দুই উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।
তবে চাহাল তার এই পরপর দুই বলে দুই উইকেট প্রাপ্তির সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সকে। জানিয়েছেন তাদের কথা শুনেই দ্বিতীয় বলটি গুগলি করেছিলেন চাহাল।
চাহাল বলেন, 'আমি জানতাম আমাদের খেলায় ফিরতে হলে বেয়ারস্টোর উইকেটটি খুব জরুরি। এ কারণেই কিছুটা ফুল লেন্থে বল করছিলাম, তবে কিছুটা পাশে থেকে করছিলাম। কেননা সেই জায়গাটি থেকে মারাটা কিছুটা কষ্টকর ছিল।'
'ও (বেয়ারস্টো) ফেরার পর বিরাট ভাইয়া এবং ডি ভিলিয়ার্স স্যার আমার কাছে আসলেন। তাদের পরামর্শেই আমি শঙ্করকে গুগলিটি ছাড়ি। আর সে আউট হয়ে যায়।'
মূলত বেয়ারস্টো ফিরে যাবার পর ম্যাচ হাত ফসকে বেড়িয়ে যায় হায়দারাবাদের। দলীয় ১২১ রানে বেয়ারস্টো জখন বিদায় নিলেন এরপর ওয়ার্নার বাহিনীর হাতে ছিলো আর ৭টি উইকেট। প্রয়োজন ছিল ৩৪ বলে ৪৩ রান। কিন্তু সেই ম্যাচ ১০ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।