আশরাফুলদের লজ্জার হার

ছবি:

মিরপুরে নর্থ জোনের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস ও ২৮ রানে হারতে হল অলক-আশরাফুলদের ইস্ট জোনকে। নর্থ জোনের প্রথম ইনিংসের ৪১৫ রানের জবাবে দুইবার ব্যাট করেও সফল হয়নি ইস্ট জোন।
নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয়েছে দলটি। তৃতীয় দিন ফলো অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শফিউলের দুর্দান্ত বোলিংয়ের তোপে উপরের সারির ব্যাটসম্যানদের হারিয়ে বসে ইস্ট জোন।
মমিনুল ও লিটনদের দ্রুত বিদায়ের পর ইস্ট জোনের কেউই বড় ইনিংস খেলতে পারে নি। অল্প রানে ফিরেছেন আশরাফুল, অলকরাও। তবে লোয়ার অর্ডারে রান করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও সোহাগ গাজী।

সাইফের ব্যাট থেকে ৩২ রান এসেছে। এছাড়া সোহাগ গাজীর ৫০ রানের ইনিংসটি শুধুই পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করেছে। শফিউল, শরিফুল ও ইয়াসিন তিনটি করে উইকেট নিয়ে ইস্ট জোনকে ১৭০ রানে অল আউট করে।
নিজেদের প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছে ইস্ট জোনের ব্যাটসম্যানরা। তাসামুল ও লিটনরা ফিফটি ছাড়ানো ইনিংস খেললেও লম্বা ইনিংস খেলতে পারেনি। পরের ব্যাটসম্যানরাও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।
ইয়াসিনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ধ্বস নামে ইস্ট জোনের মিডেল অর্ডারে। ইয়াসিনের চার উইকেটের পর শেষের দিকে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে ইস্ট জোনকে মাত্র ২১৭ রানে বেঁধে ফেলে।
এর আগে ব্যাটসম্যানরা বড় স্কোর গড়ে আশরাফুলদের চাপে ফেলে। আগে ব্যাট করে জহুরুল ইসলাম অমি ও আরিফুল হকের জোড়া সেঞ্চুরিতে ৪১৫ রান তুলে নর্থ জোন। এছাড়া রান করেছেন নাজমুল হাসান শান্তও। প্রথম ইনিংস ইস্ট জোনের সোহাগ গাজী চার উইকেট শিকার করেন।
নর্থ জোনঃ
প্রথম ইনিংস - ৪১৫ অল আউট।
জহুরুল ১১৩, আরিফুল ১০১।
সোহাগ গাজী ৪/৯১
ইস্ট জোনঃ
প্রথম ইনিংস - ২১৭ অল আউট।
লিটন ৬৯, তাসামুল ৫৬।
ইয়াসিন ৪/৩৯, শরিফুল ৪/৩৩।
দ্বিতীয় ইনিংস - ১৭০ অল আউট।
গাজী ৫০, সাইফ ৩২।
শফিউল ৩/২৮, শরিফুল ৩/২১, ইয়াসিন ১৬/৩।