হতাশ করলেন আশরাফুল

ছবি:

মিরপুরে বিসিএলের ম্যাচে প্রথম ইনিংসে নর্থ জোনের ৪১৫ রানের জবাবে ইস্ট জোন নিজেদের প্রথম ইনিংসে লিটন ও তাসামুলের ফিফটির পরও ২১৭ রানে অল আউট হয়।
পরে তৃতীয় দিনের শুরুতে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে আশরাফুলরা। উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় চা পান বিরতির আগে মাত্র ৫৪ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে ইস্ট জোন।
ডানহাতি পেসার শফিউল ইসলাম ইস্ট জোনের দ্বিতীয় ইনিংসে বিপদ ডেকে আনেন। শুরুতেই লিটন ও মমিনুলকে দ্রুত ফিরিয়ে দুয়ার খুলে দেন তিনি। দুই তারকা ব্যাটসম্যানের পথ ধরে দ্রুত ফিরে যান তাসামুল ও তরুন আফিফ হাসান।

উপরের সারির ব্যাটসম্যানদের বিদায়ে ক্রিজে আসেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে জুটি গড়ার ইঙ্গিত দিলেও বেশীক্ষণ স্থায়ী হয়নি আশরাফুলের ইনিংস। চা পান বিরতির পরেই ইয়াসির আরাফাতের বলে আউট হন তিনি।
৯ রান যোগ করে দলীয় ৬৯ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। আশরাফুলের বিদায়ে ক্রিজে আসেন আরেক অভিজ্ঞ অলক কাপালি। সাইফের সাথে দলের হার এড়ানোর মিশনে ব্যাট করছেন তিনি।
এখনো ১২৮ রানে পিছিয়ে আছে ইস্ট জোন, হাতে আছে মাত্র চার উইকেট।