আমরাই বেশি টাকা পাবঃ পাপন

ছবি:

২০১৮ সালের এশিয়া কাপের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পূর্ণ ঘোষিত সূচি অনুযায়ী ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলেও দুই দিন আগে এশিয়ান ক্রিকেট অ্যাসসিয়েসনের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান রাজনৈতিক সমস্যা ও আর্থিক দিক বিবেচনা করেই এশিয়া কাপ আরব আমিরাতে হতে যাচ্ছে। বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি চিফ নাজমুল হাসান পাপন।
ভারতের বাইরে আরব আমিরাতে টুর্নামেন্ট থেকে রাজস্ব আয় সর্বোচ্চ আসবে, তাই ভারতের প্রস্তাবিত ভেন্যু আরব আমিরাতেই খেলতে রাজি হয়েছে সকল বোর্ড প্রধানরা। সাংবাদিকদের নাজমুল হাসান বলেছেন,

'ভারত-পাকিস্তানের মধ্যে খেলা না খেলার মধ্যে একটা সমস্যা আছে এটা আমরা সবাই জানি। এবারের এশিয়া কাপ ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। ভারত বৈঠকে নিরপক্ষে ভেন্যুর প্রস্তাব দিয়েছিল। নিরপেক্ষ ভেন্যু নিয়ে ভারত রিসার্চও করেছিল।
ওরা দেখেছে যে যদি আরব আমিরাতে করা হয় তাহলে রাজস্ব আয় সর্বোচ্চ হবে। সর্বোচ্চ আয় হলে আমাদের সদস্য দেশ গুলোর জন্য লাভজনক হবে। আমরাই বেশি টাকা পাব। পরে স্বভাবতই
সব বোর্ড আরব আমিরাতে খেলতে রাজি হয়েছে।'
জানিয়ে রাখা ভাল, এশিয়ার পূর্ণ পাঁচ সদস্য দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্থান টুর্নামেন্টে সরাসরি অংশ নিবে। বাছাই পর্ব থেকে বাকি এক দল মূল আসরে যোগ দিবে।
চলতি বছরের সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে এশিয়া কাপের ঊনিশতম আসর মাঠে গড়াবে। ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।