মহারণের অপেক্ষায় ইডেন গার্ডেন্স

ছবি:

একটি আইপিএল শিরোপা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্টার ক্রিকেটার ভিরাট কোহলির ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ হয়তো এটাই। এগারো বছরে পা দেয়া আইপিএল জয়ের খুব কাছে গিয়েও বার বার ব্যর্থ হতে হয়েছে তারকায় ভরা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এবার শিরোপা জয়ের জন্য মরন কামড় দিতে চান কাপ্তান কোহলি। আইপিএলের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অনেকটা ভঙ্গুর কলকাতা নাইট রাইডার্সকে পাচ্ছে ব্যাঙ্গালুরু। দীনেশ কার্তিকের নেতৃত্বে নিজেদের ঘরের মাঠে কোহলিদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কেকেআর।
ইডেন গার্ডেন্সে দলের বিদেশি তারকাদের উপর অনেকাংশে নির্ভরশীল দল নিয়ে মাঠে নামবে কলকাতা। অজি হার্ড হিটার ক্রিস লিন, উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনিল নারিনদের সাথে টম কুরানকে পাচ্ছে কেকেআর।

ইডেন গার্ডেন্সের উইকেট বিবেচনায় তরুন পেসার শিভাম মাভি ও কামলেশ নাগারকোটির যে কোন একজনকে সেরা একাদশে দেখা যেতে পারে। কুলদ্বীপ যাদব ও পিয়ুশ চাওলার লেগ স্পিন কেকেআরের জন্য বড় হাতিয়ার হতে পারে। আর ব্যাটিং অর্ডারে দুই অভিজ্ঞ রবিন উথাপ্পা, দীনেশ কার্তিকে কেকেআরের ভাগ্য নির্ভর করবে।
অন্যদিকে এবারের আইপিএলে সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আবির্ভাব হতে যাচ্ছে ব্যাঙ্গালুরুর। প্রতিবার ব্যাটিং শক্তিতে ভরা দল নিয়ে মাঠে নামলেও এবার ব্যালেন্স দল গড়েছে কোহলিরা। জুগেদ্র চাহাল, ওয়াশিংটন সুন্দরদের মত পরীক্ষিত স্পিনারদের দলে রেখেছে কোহলিরা।
টিম সাউদি, উমেশ যাদবরা গতির ঝড় তুলতে ইডেনের উইকেটের চেয়ে ভালো উইকেট প্রত্যাশা করতে পারে না। এবি ডি ভিলিয়ার্স ও ভিরাট কোহলির মত তারকা ব্যাটসম্যানদের সাথে ম্যাককালাম ও ডি ককরা থাকবেন বোলারদের উপর চড়াও হতে। সব মিলিয়ে আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দর্শকদের জন্য দারুন প্রতিযোগিতা অপেক্ষা করছে।
কলকাতাঃ ক্রিস লিন, শুভমান গিল, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, পিয়ুশ চাওলা, সুনিল নারিন, টম কুরান, কুলদ্বীপ যাদব, শিভাম মাভি/ কামলেশ নাগারকোটি।
ব্যাঙ্গালুরুঃ ব্যান্ডন ম্যাককালাম/ কুইন্টিন ডি কক, পার্থিভ প্যাটেল, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, কলিন ড্য গ্র্যন্ডহম, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, জুগেন্দ্র চাহাল, নাভদ্বীপ সাইনি।