'অধিনায়ক স্যামি ইমরান খানের মত'

ছবি:

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ইমরান খানের অধিনায়কত্বের সাথে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির অধিনায়কত্বের তুলনা করেছেন পাক অলরাউন্ডার উমাইদ আসিফ।পেশোয়ার জালমির হয়ে স্যামির অধীনে পিএসএল খেলার অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন তিনি।
৩৩ বছর বয়সী উমাইদ আসিফ টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে স্যামির বড় ভক্ত। ইতিবাচক মানসিকতা ও শতভাগ দেয়ার চেষ্টায় স্যামিতে ইমরানের ছায়া দেখেন উমাইদ। ৫৪ প্রথম শ্রেণীর ম্যাচ খেলা উমাইদ আসিফ সম্প্রতি বলেছেন,
'আমরা জানি স্যামি কত ভালো অধিনায়ক। তিনি ওয়েস্ট ইন্ডিজকে দুইবার বিশ্বকাপ জিতিয়েছেন।

আর ব্যক্তিত্বের দিক থেকে তার নেতৃত্বের অনন্যতা সম্ভবত ইমরান খানের মত। ইমরান খানের মতই অধিনায়ক হিসেবে সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখা ও শতভাগ দেয়ার চেষ্টা করেন তিনি।'
অধিনায়ক হিসেবে ড্যারেন স্যামির অর্জনের পাল্লা বেশ ভারি। ২০১২ ও ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে দুই দুইবারের চ্যাম্পিয়ন করিয়েছেন ড্যারেন স্যামি।
এছাড়া বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগেও সফল অধিনায়ক স্যামি। বাংলাদেশে বিপিএল, পাকিস্তানে পিএসএল ছাড়াও ক্যারিবিয়ান দ্বীপে সিপিএলের আসরে সাফল্যের দেখা পেয়েছেন তিনি।