ক্যারিবিয় দ্বীপে কাজে লাগবে লঙ্কাদ্বীপে পাওয়া আত্মবিশ্বাস

ছবি:

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট ও টি-টুয়েন্টি হারের পর আত্মবিশ্বাসে ফাটল ধরাটাই স্বাভাবিক। বছরের শুরুতে বাংলাদেশের সাথে সেটাই হয়েছে। আত্মবিশ্বাস ফিরে পেতে বিশেষ কিছু দরকার ছিল।
শ্রীলঙ্কার মাটিতে খেলা নিদাহাস ট্রফি সেটাই দিয়েছে বাংলাদেশকে। ঘরের মাঠে লঙ্কানদের দুই ম্যাচে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া বাংলাদেশকে ছোট ফরম্যাটের ক্রিকেটে বড় আত্মবিশ্বাস দিয়েছে।
শিরোপা জেতার খুব কাছে থেকে ফিরে আসলেও বুক চওড়া করেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেতে পারবে বাংলাদেশ দল। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাসার সুমন এমন বিশ্বাস লালন রাখছেন।

সাংবাদিকদের তিনি বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা যেই নিহাদাস ট্রফিটা খেলে আসলাম, সেটা থেকে সবচেয়ে বড় অর্জন ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়া। আমরা শেষ যেই হোম সিরিজ খেলেছি,
সেখান আমরা খারাপ না খেললেও আশানুরূপ ফল পাই নি। যার কারনে আত্মবিশ্বাসটা কিছুটা হলে কমে গিয়েছিল। এই সিরিজটার পর আমরা আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি ভালো ভাবেই। যেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমাদের অনেক কাজে লাগবে।'
বাংলাদেশ দল জুনের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ দল।