বাংলাদেশের বিপক্ষে জয়কে খাটো করে দেখা হয়ঃ কার্তিক

ছবি:

নিদাহাস ট্রফি জিততে হলে বাংলাদেশ বাঁধা পার করতে হবে ভারতকে। বড় দলের তকমা থাকার ভারতকে ফাইনালের আগে ভিন্ন রকম চাপের সাথে লড়তে হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে হারলেই সমর্থকদের রোষানলের মুখে পড়ার ভয় ভারতের থাকছেই।
একই সাথে বাংলাদেশের বিপক্ষে জয়কে বড় করে দেখা হয় না বলেও দাবী তুলছে ভারতীয় ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক বিষয়টি ক্রিকেটারদের প্রতি অবিচার হিসেবে আখ্যায়িত করেছেন,

'ক্রিকেট জাতি হিসেবে ভারতের সাথে অবিচার করা হয়। আমরা প্রথম সারি কিংবা দ্বিতীয় সারির দলের সাথেই খেলি না কেন, আমাদের যথেষ্ট মর্যাদা দেয়া হয় না। আমরা যখন বাংলাদেশের সাথে খেলে জয় পাই তখন মানুষ বলে, 'ওকে, তোমরা তো বাংলাদেশের সাথে জিতেছ।' কিন্তু আমরা বাংলাদেশের সাথে হারলে বলে, 'তোমরা বাংলাদেশের সাথে হারলে! কি করলে তোমরা?' এবারো মনে হয় এমন হবে।'
এদিকে শ্রীলঙ্কাকে পর পর দুই ম্যাচে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া বাংলাদেশ দল যে কোন দলের মাথা ব্যাথার কারন হতে পারে। যার কারনে আগে থেকেই সতর্ক থাকবে ভারতীয়তা। কার্তিকের ভাষায়,
'আমাদের অধিনায়ক রোহিত আগে থেকেই সতর্ক করে দিয়েছেন। আমাদের কিছু ক্রিকেটার নেই কিন্তু আমরা গত কয়েক বছর যেভাবে খেলেছি ঠিক সেভাবেই খেলার চেষ্টা করব, এমন কথাই বলেছে সে।'