promotional_ad

কলম্বোতে ইতিহাস গড়ল বাংলাদেশ

promotional_ad

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ দল। টি-টুয়েন্টি ইতিহাসে নিজেদের সর্বোচ্চ এবং সব মিলিয়ে চতুর্থ বড় লক্ষ্য তাড়া করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।


বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানের পুঁজি পায় শ্রীলংকা।


কুশল পেরেরা করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান।  ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন উপুল থারাঙ্গা।  এছাড়াও ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৫৭ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪৮ রান নিয়ে ৩ উইকেট।


২১৬ রানের বিশাল লক্ষ্যে এখন ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে লঙ্কান বোলারদের উপর তান্ডব চালান দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। লঙ্কান বোলারদের পাওয়ার প্লে'তে নাকানি চুবানি খাইয়ে ১৯ বলে ৪৩ রান করে নুয়ান প্রদিপের বলে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন লিটন।


promotional_ad

লিটন ফিরলেও রানের চাকা সচল রাখেন তামিম-সৌম্য। তবে ব্যক্তিগত ৪৭ রান করে থিসারা পেরেরার বলে বিদায় নেন তামিম। তামিম ফিরলেও সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমের ব্যাট জয়ের লক্ষ্যে আগাতে থাকে টাইগাররা।


কিন্তু ২৪ রান করে সৌম্য বিদায় নিলেও রিয়াদ এবং মুশফিক মিলে দলকে জয়ের পথে নিয়ে জেতে থাকেন। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের বীরত্বে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।


দুর্দান্ত ইনিংস খেলে মুশফিক অপরাজিত থাকেন ৭২ রানে। এই জয়ে এক বছর পর কোন টি-টুয়েন্টি ম্যাচ জিতলো মাহমুদুল্লাহ রিয়াদের দল।


শ্রীলঙ্কা একাদশ-

উপুল থারাঙ্গা, ধানুস্কা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, দাসুন শানাকা, থিসেরা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ।


বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন,  নাজমুল ইসলাম অপু। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball