টেইলর তান্ডবে সিরিজে ফিরলো ব্ল্যাক ক্যাপ্সরা

ছবি:

রস টেইলরের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ এ সমতা এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
এদিন প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৩৫ রান যোগ করে সফরকারী ইংল্যান্ড। দলের পক্ষে সেঞ্চুরির দেখা পান উইকেট রক্ষক জনি বেয়ারস্টো এবং অধিনায়ক জো রুট।
বেয়ারস্টো ১৩৮ এবং রুট ১০২ রান করে বিদায় নিলে ইশ সোদির ঘূর্ণিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। রুট এবং বেয়ারস্টো মিলে ১৯০ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে গেলেও নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ইংলিশরা।
দলীয় ২৭৪ রান থেকে ৩১৩ রানের মধ্যে নীচের সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসে ইয়ন মরগানের দল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৫ রানের পূঁজি পায় ইংলিশরা।

দলের পক্ষে একাই ৪ উইকেট নেন ইশ সোধি। জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২ রান যোগ করেই ২ ওপেনার কেন মার্টিন গাপটিল এবং কলিন মুনরোকে হারিয়ে বসে কিউিরা।
সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেইলর। তবে ব্যক্তিগত ৪৬ রানে উইলিয়ামসন বিদায় নিলেও টেইলর তুলে নেন ফিফটি।
ফিফটি হাঁকিয়ে থেমে যাননি তিনি। দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তিনি। সেসময় তাকে সঙ্গ দেন টম লাথাম।
লাথাম এবং টেইলর মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৮৭ রান। লাথাম ৭১ করে ফিরলেও টেইলর তুলে নেন ব্যক্তিগত দেড়শো। তার সঙ্গে উইকেটে থেকে ব্যাটে ঝড় তুলেন কলিন ডি গ্র্যান্ডহোম।
১২ বলে ২১ করে গ্র্যান্ডহোম ফিরলেও টেইলরের অপরাজিত ১৮১ রানের উপর ভর করে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ১৪৭ বলে ১৪ চার এবং ৬ ছক্কায় ১৮১ রান করে অপরাজিত থাকেন রস টেইলর।
এছাড়াও হেনরি নিকোলস অপরাজিত থাকেন ১৩ রান করে। ইংলিশদের হয়ে টম কুরান নেন ২টি উইকেট। এই জয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনলো ব্ল্যাক ক্যাপ্সরা।