ভিডিওঃ তামিমের মরুর ঝড়

সংবাদ
ভিডিওঃ তামিমের মরুর ঝড়
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

শারজাহ স্টেডিয়ামে দশ ওভারের ক্রিকেট ম্যাচে তামিম ইকবালের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব। পাখতুনের দলের এই ওপেনারের ব্যাট থেকে এদিনে আসে ২৭ বলে অপরাজিত ৫৬ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে টিম শ্রীলংকার বিপক্ষে তার দলের সংগ্রহ দশ ওভারে ছয় উইকেটে ১১১ রান। চান্ডিমালের দলের বোলারদের শুরু থেকেই তুনোধুনো করেছেন তামিম ইকবাল।

হাঁকিয়েছেন পাঁচটি চার এবং চারটি বিশাল ছক্কা। এক তামিম ইকবালের ব্যাটে ভর করেই দীনেশ চান্ডিমালের টিম শ্রীলঙ্কাকে ২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাখতুন। 

ভিডিওতে তামিমের ব্যাটিং তাণ্ডবঃ


আরো পড়ুন: this topic