promotional_ad

৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে

রিভার্স সুইপ খেলছেন আঘা সালমান
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। ফরম্যাট ভিন্ন হলেও একেবারে নতুন এক দল নিয়ে কিউইদের দেশে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই হোঁচট খেয়েছে আঘা সামলানের দল। ৯ উইকেটের পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারীরা।

promotional_ad

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ১০.১ ওভারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিক কিউইরা।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

৩০ এপ্রিল ২৫
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফাইল ফটো

আইপিএলের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেই নিউজিল্যান্ডের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। 


আইপিএল, পিএসএলসহ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কমিটমেন্ট থাকায় নিউজিল্যান্ড এবার পাকিস্তানের  দলকে নেতৃত্ব দিচ্ছেন মাইকেল ব্রেসওয়েল। কিন্তু এই দলের সামনেও দাঁড়াতে পারেনি আঘা সালমানের দল। জ্যাকব ডাফি একাই নেন নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট।  


promotional_ad

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেসওয়েল। ব্যাট করতে নেমে কাইল জেমিসন ও জ্যাকব ডাফির আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। এই দুই পেসার মিলে নেন ৭ উইকেট।


আরো পড়ুন

কিউইদের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলে সোহান-বিজয়-মুস্তাফিজরা

২৬ এপ্রিল ২৫
এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান, বিসিবি

৩.৪ ওভারে ১৪ রান দিয়ে জ্যাকব ডাফি নেন ৪ উইকেট। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন জেমিসন। ইস সোধি ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। ব্রেসওয়েল সবচেয়ে বেশি, ২৮ রান দিলেও কোনো উইকেট পাননি। ৩ ওভারে ১১ রান দিয়ে জাকারি ফকস নেন ১ উইকেট।


পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে মিডল অর্ডার খুশদিল শাহ-এর ব্যাট থেকে। ১৮ রান করেন নতুন অধিনায়ক সালমান আঘা। ১৭ রান করেন জানদাদ খান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান ওয়াজ কেউই রানের কাথা খুলতে পারেননি।


শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৯১ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার টিম সেইফার্টের উইকেট হারাতে হয়েছিলো শুধু কিউইদের। তবে এখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কিউইদের।


আবরার আহমেদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৪৪ রান করে। ফিন অ্যালেন ও টিম রবিনসন অপরাজিত থেকে ১০.১ ওভারেই নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭ বলে ২৯ রানে ফিন অ্যালেন এবং ১৫ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball