ইমরুলের বিদায়ী ম্যাচে খুলনার ব্যাটিং ধস, জয়ের অপেক্ষায় ঢাকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। মিরপুরে প্রথম দিনে খুলনা বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারকের পাশাপাশি গার্ড অব অনার পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার । দ্বিতীয় ইনিংসে আরও একবার গার্ড অব অনার দিলেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলামরা। একটু সামনে এগিয়ে ঢাকা বিভাগের অভিবাদনও পেলেন ইমরুল। ক্রিকেটাররা দুইপাশে সারি হয়ে দাঁড়িয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ ইমরুলকে বিদায় দিলেন রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকতরা।


প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণার ম্যাচে অবশ্য ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না ইমরুল। প্রথম ইনিংসে ১৬ রানে আউট হওয়া এই ব্যাটার এবার ফিরেছেন মাত্র ১ রানে। এনামুল হকের অফ স্টাম্পের বলে এজ হয়ে স্লিপে থাকা রনিকে ক্যাচ দিয়েছেন ইমরুল। আউট হয়ে যখন সাজঘরের পথে ফিরছিলেন তখন আরও একবার ঢাকার ক্রিকেটাররা হাত মেলালেন তার সঙ্গে। ৩৭ বছর বয়সী ক্রিকেটারের বিদায়ী ম্যাচে হারের শঙ্কায় খুলনা। প্রথম ইনিংসে ১৭২ রানে অল আউট হওয়া খুলনা এনামুল ও মাহফুজুর রহমান রাব্বির বোলিংয়ে থেমেছে ৯১ রানে। ম্যাচ জিততে দুদিনে ১০৪ রান করতে হবে ঢাকাকে, হাতে আছে ১০ উইকেট।


promotional_ad

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ঢাকা। সকালের প্রথম ঘণ্টায় মোসাদ্দেকের উইকেট হারায় তারা। মাসুম খান টুটুলের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ২৮ রান করা মোসাদ্দেক। আগের দিনের আরেক ব্যাটার তাইবুর রহমান ফিরেছেন ২৮ রানেই। বাকিদের মাঝে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। শুভাগত হোম ও মাহফুজুর দ্রুত ফিরলে ১৬০ রানে গুটিয়ে ঢাকা। খুলনার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন, মাসুম ও আরিদুল ইসলাম আকাশ।


১২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে খুলনা। সাবধানী শুরুর চেষ্টা করলেও জুটি গড়তে পারেননি বিজয় ও অমিত মজুমদার। ইনিংসের অষ্টম ওভারে সুমন খানের বলে এনামুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিজয়। ১০ রান করা ডানহাতি ওপেনারের বিদায়ে ভাঙে ২১ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে ফিরেছেন ইমরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শেষ ইনিংসে ১ রানে ফিরেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্টে ১ হাজার ৭৯৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।


সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮টি ম্যাচ খেলেছেন ইমরুল। যেখানে প্রায় ৮ হাজার করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ইমরুলের ফেরার পরের বলে গোল্ডেন ডাক মেরেছেন মিঠুন। আগের রাউন্ডে সেঞ্চুরি করা মিঠুন প্রথম ইনিংসে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন। পরের দিকে নাহিদুল, জাওয়াদ রোয়েন, শেখ পারভেজ জীবনরা ফিরেছেন দ্রুতই। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অল আউট হয়েছে খুলনা। ঢাকার হয়ে এনামুল চারটি ও মাহফজুর তিনটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball