ফিক্সিংয়ের প্রস্তাব লুকিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ জয়াবিক্রমা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙায় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন প্রবীণ জয়াবিক্রমা। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করেছিলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার।


পাশাপাশি আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেয়ার বিবরণ দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ছিল জয়াবিক্রমার বিরুদ্ধে। এ ছাড়া ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল তার নামে। গত আগস্টে জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি।


promotional_ad

আর ২ অক্টোবর বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জয়াবিক্রমার নিষিদ্ধের খবর নিশ্চিত করে। সেখানে বলা হয়, এই স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেছেন; যে ধারায় বলা হয়েছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে দ্রুত সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা।


অর্থাৎ জয়াবিক্রমা দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব মুছে ফেলে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দুর্নীতি বিরোধী আইনে বলা আছে, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে দ্রুতই তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে। না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।


অপরাধের মাত্রা অনুযায়ী, এই ধারা ভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা। লঙ্কান এই স্পিনারের মোট শাস্তি এক বছর হলেও শেষ ৬ মাস স্থগিত করা হয়েছে। অর্থাৎ প্রথম ৬ মাস শাস্তি চলাকালীন সময়ে নতুন কোন অপরাধ না করলে বাকি ৬ মাস শাস্তি ভোগ করতে হবে না এই স্পিনারকে।


২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াবিক্রমার। শ্রীলঙ্কার হয়ে তিন সংস্করণেই ৫টি ম্যাচ খেলা এই স্পিনার নেন ৩২টি উইকেট। লঙ্কানদের ২০২২ এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। শ্রীলঙ্কার জার্সিতে জয়াবিক্রমা সর্বশেষ টেস্টও খেলেছেন বাংলাদেশে, ২০২২ সালে মিরপুর টেস্টে। সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball