promotional_ad

দলে থাকা ও বাদ পড়ার প্রাপ্য উত্তর চান বিজয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিসিবি অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করছে, কদিন আগে এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ইমরুল কায়েস। তারুণ্যের হাতে বোর্ড ছেড়ে দেয়ার আহ্বানও জানিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। এদিকে ক্রিকেট বোর্ডে বড় পরিসরে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া এনামুল হক বিজয়ের চাওয়া আরও বেশি স্বচ্ছতা। সেই সঙ্গে ক্রিকেটার হিসেবে বাদ পড়া এবং দলে জায়গা পাওয়ার কারণ উত্তর জানতে চান।


ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়ে মিছিলের পাশাপাশি আন্দোলন করেছেন বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তা। তাদের বেশিরভাগের দাবি বর্তমান বোর্ডের কর্তারা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের বিচারও চেয়েছেন ক্লাব কর্তারা।


promotional_ad

লম্বা সময় ধরে বোর্ডে থাকা নাজমুল হাসান পাপনদের জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন ইমরুল। এমনটা হলে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে পারবেন নতুনরা। বাঁহাতি এই ওপেনারের মতো ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সুযোগ দেখছেন বিজয়ও। যদিও তারকা এই ব্যাটার মনে করেন, দুই কিংবা পাঁচদিনের এতসব পরিবর্তন সম্ভব না। পর্যায়ক্রমে পরিবর্তনের মাধ্যমে সবকিছু গোছানোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন।


মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে পরিবর্তন করার সুযোগ আছে আমি মনে করি। আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোন কিছুই দুইদিনে-পাঁচদিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। কিন্তু আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ আশা করে প্রথমে সাধারণ মানুষ, জনগণ।’


‘ক্রিকেট খেলোয়াড়, ব্যবসায়ী, চাকুরিজীবী বা যেই হই না কেন বা সাংবাদিক বা যে পেশাতেই থাকি না কেন। আমার কাছে মনে হয় সবার আগে আমরা জনগণ। অবশ্যই আমাদের অধিকার আছে যেটা আমরা প্রাপ্য। আমরা সবাই চাইবো সবকিছু গোছানোভাবে এগিয়ে যাক, ক্রিকেট বোর্ড প্রতিটা জায়গায় যেন সুবিধা পাই। দেশটা সবাই মিলে যেন আমরা এগোতে পারি।’


সবশেষ কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে আলোচিত বেশ কয়েকটি সমস্যার অন্যতম দল থেকে বাদ পড়ার ব্যাখ্যা না পাওয়া। ইমরুল, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, এমনকি বিজয়ও প্রায়শই এমন অভিযোগ করেছেন। বেশিরভাগ সময় এক সিরিজ খেলেই বাদ পড়েন অনেকে। তবে কোচ, টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচক প্যানেলের পক্ষ থেকে বিস্তারিত কোন ব্যাখ্যা দেয়া হয় না সেই ক্রিকেটারকে। যার ফলে বাদ পড়লেও কারণ জানে না তারা। এমন কিছুর অবসান চেয়েছেন বিজয়।


ডানহাতি এই ওপেনার বলেন, ‘আসলে স্বচ্ছ থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে, আমি কেন দলে আছি, কেন বাদ পড়ছি, কোথায় খেলছি বা আমার সুযোগ-সুবিধা কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি। এই জিনিসগুলো প্রশ্নবিদ্ধ থাকে যেগুলা আমরা সবাই চাই প্রশ্নটা সরে যাক, উত্তরটা আমরা প্রাপ্য। আমি মনে করি ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদের সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। অবশ্যই একটা জায়গায় গ্যাপ থেকে যায়, গ্যাপগুলো পূরণ করে এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball