promotional_ad

পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে সাকিবের লাহোর

লাহোর কালান্দার্স
পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি তিনি। ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে আহমেদ দানিয়ালকে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন তারকা এই অলরাউন্ডার। বোলিংয়েও দিনটা ভালো যায়নি সাকিবের।

promotional_ad

ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে মাত্র ৫ রান দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে দুই ছক্কায় সাকিব খরচ করেছেন ১৪ রান। সবমিলিয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিবের এমন মলিন দিনেও জয় পেয়েছে লাহোর। আগে ব্যাটিং করে ফখর জামানের হাফ সেঞ্চুরিতে ১৪৯ রান তোলে তারা। বৃষ্টিবিঘ্নিত দিনে ১৩ ওভারে দেড়শ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস ও বাবর আজমরা। পেশোয়ারকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নিয়েছে লাহোর।


আরো পড়ুন

‘মনে হচ্ছে আমি প্রস্তুত’, পিএসএলে মাঠে নামার আগে সাকিব

১৮ ঘন্টা আগে
লাহোরের অনুশীলনে সাকিব আল হাসান, ফেসবুক পেজে পাওয়া

রাওয়ালপিন্ডিতে জয়ের জন্য ১৪৯ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পেশাওয়ারের। ইনিংসের দ্বিতীয় ওভারে আইয়ুবের উইকেট হারায় তারা। সালমান মির্জার বলে হিট উইকেট হয়ে ফিরেছেন ৮ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। সালমানের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। পরের বলে ম্যাক্স ব্রাউন্টের উইকেটও নিয়েছেন বাঁহাতি এই পেসার। হারিসের মতো প্রায় একইভাবে বোল্ড হয়েছেন তিনি।


পাওয়ার প্লে শেষে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আনা হয় সাকিবকে। নিজের করা প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। পরের ওভারে বোলিংয়ে এসে বাবরকে ফেরান সিকান্দার রাজা। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কভারের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা বাবর। একটু পর মাজ সাদাকাতকে আউট করেছেন হারিস রউফ।


promotional_ad

ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে ডিপ উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টায় মুহাম্মদ নাইমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে এসে দারুণ এক ডেলিভারিতে আব্দুল সামাদকে বোল্ড করেছেন শাহীন আফ্রিদি। একই ওভারে ফিরিয়েছেন লুক উডকেও। ইনিংসের দশম ওভারে আবারও বোলিংয়ে আনা হয় সাকিবকে। সেই ওভারে বাঁহাতি স্পিনারকে দুই ছক্কা মেরেছেন দানিয়াল।


আরো পড়ুন

ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

১৭ মে ২৫
ইসলামাবাদে পৌঁছার পর সাকিব আল হাসান, লাহোর কালান্দার্স

যদিও বাকি চার বলে মাত্র ১ রান নিতে পেরেছেন তিনি। সবমিলিয়ে সেই ওভারে ১৩ রান দিয়েছেন সাকিব। ২ ওভারে ১৮ রান খরচা করেছেন বাংলাদেশের এই স্পিনার। পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে দানিয়ালকে বোল্ড করেছেন সালমান। বাঁহাতি পেসার ৩ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ১২৩ রানে থামে পেশোয়ার। সালমানের চারটির সঙ্গে শাহীন আফ্রিদি দুটি উইকেট নিয়েছেন।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে লাহোরকে দারুণ শুরু এনে দেন নাইম ও ফখর। তাদের দুজনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে লাহোর। ইনিংসের চতুর্থ ও পাওয়ার প্লের শেষ ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। ড্যানিয়েল শামসের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টায় সামাদের হাতে ক্যাচ দিয়েছেন নাইম। তিন চার ও এক ছক্কায় মাত্র ১০ বলে ২২ রান করেছেন ডানহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার ফখর।


তিনে নেমে সুবিধা করতে পারেননি আব্দুল্লাহ শফিক। ৪ বলে ৫ রান করে আউট হয়েছেন আলী রাজার বলে। পরবর্তীতে জুটি গড়ে তোলার চেষ্টা করেন পেরেরা ও ফখর। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর তাদের জুটি ভাঙে রান আউটে। লাহোরের হয়ে নিজের অভিষেক ম্যাচে ৮ বলে ১৭ রান করেছেন পেরেরা। সিকান্দার রাজাও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আলী রাজার অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রাজা।


নিজের খেলা প্রথম দুই বলে দুই ছক্কা মারা আসিফ আলী আউট হয়েছেন ১৮ রানে। পরের ওভারে আউট হয়েছেন সাকিব। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাঁহাতি এই ব্যাটার আহমেদ দানিয়ালের স্লোয়ার ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন। পরের ওভারে ফিরেছেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস খেলা ফখর। শেষ পর্যন্ত ১৩ ওভারে ১৪৯ রানের পুঁজি পেয়েছে লাহোর। পেশোয়ারের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্যামস, আলী রাজা ও দানিয়াল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball