promotional_ad

ওই ৪ রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত: তামিম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটীয় নিয়মের মারপ্যাঁচে পড়েছে বাংলাদেশ। ফলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি জেতা হলো না টাইগারদের। হারের পর যারপরনাই হতাশ তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক আইসিসির কাছে একটি নিয়মের পরিবর্তন চেয়েছেন।


ঘটনাটা ঘটে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে। পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। বার্টম্যানের জোরালো আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার মাহমুদউল্লাহকে এলবিডব্লু দেন। যদিও সেটি মানেননি মাহমুদউল্লাহ।


promotional_ad

রিভিউ নেন তিনি। টিভি রিপ্লে'তে দেখা যায় বল ছিল স্টাম্পের বাইরে। তখনই সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার। মাহমুদউল্লাহকে নটআউট ঘোষণা করেন তিনি। আইসিসির নিয়মে অনুযায়ী আম্পায়ার আউট দেয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছে সেই চার রানেই।


ম্যাচ শেষে একটি অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমার মনে হয়, আপনার কাছে যখন সময় আছে, আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন, বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো, নাকি হলো না! এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। যদি ব্যাটসম্যান আউট না হয়, আর বল যদি তার থাইপ্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আর কি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।’


তামিম আরও বলেন, ‘এই ৪ রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। এটা হতে পারত। আমি হয়তো সমর্থকদের মতো কথা বলছি। কিন্তু আপনি যদি ভাবেন, এই ৪ রান বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ধারাভাষ্যকক্ষেও সবাইকে এটা নিয়ে কথা বলতে শুনেছি। এটা এমন কিছু, যেখানে আইসিসি গুরুত্বের সঙ্গে মনোযোগ দিতে পারে। কারণ, এটা এমন কিছু নয় যে তাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে।’


তামিমের সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকার। তিনিও তামিমের সঙ্গে একমত পোষণ করেন। অনুষ্ঠানে ছিলেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মর্নে মরকেলও। তিনিও আইসিসির কাছে এই নিয়মের পরিবর্তন চেয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball