promotional_ad

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেলেন ওয়েড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩৬ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও এই ম্যাচের পর দুঃসংবাদ পেয়েছে দলটি। অজি উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডকে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি দেয়া হয়েছে।


তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম এমন অপরাধের দায়ে শাস্তি পেলেন এই অজি ব্যাটার। আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ানের অপরাধ করেছেন।


promotional_ad

নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানাতে পারবেন না। ঘটনাটি ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ম্যাচের ১৮তম ওভারের। সেই ওভারে বল করছিলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।


আদিল রশিদের করা তৃতীয় বলটি করার সময় প্রস্তুত ছিলেন না ওয়েড। কিন্তু বল আসতেই তিনি ব্যাট দিয়ে তা আটকে দেন, এই কারণেই সেই বলকে ডেড বল ঘোষণা করেননি আম্পায়ার নীতিন মেনন। এরপর নিজের বিরক্তি প্রকাশ করেন এই অজি ব্যাটার।


ওয়েডের এমন আচরণে বেশ অবাক হয়ে যান ইংল্যান্ডের ক্রিকেটাররাও। এই ম্যাচ শেষে নিতীন মেননের সঙ্গে আরেক ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন, থার্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আমাপ্যার জয়ারামান মদনগোপাল ওয়েডের বিরুদ্ধে শাস্তির দাবি করেন ম্যাচ রেফারির কাছে।


ওয়েড নিজের দোষ মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন ওয়েডকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball