‘চিন্তা-ভাবনা করে কথা বলুন’, আজমের স্বজনপ্রীতি ইস্যুতে ফখর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা তিন ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ
১ মে ২৫
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে আজম খানের নাম দেখে চলছে নানান সমালোচনা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে হওয়ার কারণেই বিশ্বকাপ দলে নেয়া হয়েছে তাকে, এমনটা দাবি করছেন অনেকেই।
যদিও এমন মন্তব্যের সঙ্গে একেবারেই একমত নন ফখর জামান। পাকিস্তানের সিনিয়র এই ব্যাটার মনে করেন, মঈন খানের সন্তান হলেও নিজের যোগ্যতা বলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

শুধু তাই নয়, আজম খানের ব্যাপারে পর্যাপ্ত জেনে শুনে মন্তব্য করার জন্য পাকিস্তানের মানুষকে অনুরোধ করেছেন এই ব্যাটার। আজমের কঠোর পরিশ্রমের মূল্যায়ন করার পক্ষে ফখর।
কাল দেশে ফিরছেন রিশাদ-নাহিদ
৬ ঘন্টা আগে
পাকিস্তানের টপ অর্ডার এই ব্যাটার বলেন, 'আমি তাহলে এটাও বলতে পারি, আপনি এখানে রিকমান্ডেশন নিয়ে এসেছেন। তবে এটা দারুণ একটি বিষয় যদি আপনি দেখেন একজন ক্রিকেটার এসেছে, কি পরিমাণ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সে গেছে। আমার মতে, আপনারা কিছুটা চিন্তা-ভাবনা করে আসুন আগে।'
সাম্প্রতিক সময়ে কার্যকরী কিছু ইনিংস খেলেছেন আজম। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এই সিরিজের প্রথম ম্যাচে অবশ্য শূন্য রানেই ফিরে গেছেন তিনি ।
সেই ম্যাচে হেরেছে পাকিস্তানও। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দেয় আইরিশরা। সেই ম্যাচে দশ বলে অপরাজিত ৩০ রান করেন তিনি। শেষ ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিং করে ছয় বলে অপরাজিত ১৮ রান করেন তিনি।