রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে হায়দরাবাদ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে এবারের আইপিএলের ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। হেনরিখ ক্লাসেন-রাহুল ত্রিপাঠীদের দারুণ দুটি ইনিংসের পর শাহবাজ আহমেদ-অভিষেক শর্মাদের অসাধারণ বোলিংয়ে এই জয় পেয়েছে হায়দরাবাদ। আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
চিপকে হায়দরাবাদের দেয়া ১৭৬ রানের টার্গেট টপকে যেতে পারলেই রাজস্থান উঠে যেত আইপিএলের ফাইনালে। এমন ম্যাচে ব্যাট হাতে রাজস্থানের শুরুটা ধীর গতির হলেও, সময় নিয়ে হায়দরাবাদের বোলারদের উপর চড়াও হন ওপেনার ইয়াশভি জয়সাওয়াল। পাওয়ার প্লে'তে টম-কোহলার ক্যাডমোরের (১০) উইকেট হারিয়ে ৫১ রান তুলে দলটি।
কিন্তু ৬৫ ও ৬৭ রানে পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজস্থান। ২১ বলে ৪২ রান করা জায়সাওয়ালকে ফেরান শাহবাজ। পরের ওভারে সাঞ্জু স্যামসনকে ফেরান অভিষেক শর্মা। ১০ রান্র বেশি করতে পারেননি রাজস্থানের অধিনায়ক।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যর্থ হয় দলটির মিডল অর্ডারও। ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফিকে হয়ে যায় তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন। আসরে দুর্দান্ত পারফর্ম করা রায়ান পরাগ এ দিন ছিলেন ব্যর্থ। ১০ বলে ৬ রান করে শাহবাজের শিকার হন তিনি। একই ওভারে রবিচন্দ্রন অশ্বিনকেও ফেরান তিনি।
এরপর ধ্রুব জুরেলের ইনিংসে ব্যবধান কমালেও আর ম্যাচে ফেরা হয়নি রাজস্থানের। ৩৫ বলে ৫৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। শিমরন হেটমিয়ার এবং রভম্যান পাওয়ে যথাক্রমে চার ও ছয় রানে ফিরে যান, ফলে জুরেলকে আর কেউই সঙ্গ দিতে পারেননি।
এর আগে ব্যাট করতে ইনিংসের শুরু থেকেই রাজস্থানের বোলারদের উপর চড়াও হন অভিষেক শর্মা, তবে এ দিন ৫ বলে মাত্র ১২ রান করেই বোল্টের শিকার হয়ে ফিরতে হয় তাকে। প্রথম ওভারেই কাক্ষিত উইকেটের দেখা পেয়ে যায় স্যামসনের দল। অভিষেকের পর মাঠে আসেন আরেক ভারতীয় ব্যাটার রাহুল ত্রিপাঠি, একপাশে তখনো ধরে খেলছেন অজি ওপেনার ট্রাভিস হেড।
রাজস্থানের বোলারদের উপর চড়াও হন রাহুলও। বোল্টের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ১৫ বলে তার ব্যাট থেকে পাঁচটি চার আর দুটি ছক্কায় আসে ৩৭ রান। একই ওভারের শেষ বলে বোল্টের ৩য় শিকার হয়ে ফেরেন তখনই মাঠে নামা এইডেন মার্করাম। রাহুলের মতো মার্করামের ক্যাচটিও নেন যুবেন্দ্র চাহাল।
৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বোর্ডে ৫৭ রান উঠলেও, বোল্টের বোলিং তান্ডবে ততক্ষণে নেই ৩ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে এসে হাত খুলেন ট্রাভিস হেড। হেনরিখ ক্লাসেনকে নিয়ে হায়দরাবাদের ইনিংসের হাল ধরলেও দলীয় ৯৯ রানে হেড ফেরেন ৩৪ রান করে। দারুণ এক স্লোয়ারে হেডকে বোকা বানান রাজস্থানের পেসার সন্দীপ শর্মা।
একপাশ আগলে রেখে ক্লাসেন খেলতে থাকলেও ১১ থেকে শুরু করে ১৪ এই চার ওভারে হায়দরাবাদ তোলে মাত্র ২১ রান, এর মধ্যে আভেষ খান তুলে নেন দুই উইকেট। ২০ ওভার শেষে ক্লাসেনের হাফ সেঞ্চুরিতে ভর করে, ১৭৫ রান করে হায়দরাবাদ। সন্দীপের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে ৫০ রান করেন তিনি। ১৮ বলে ১৮ রান আসে দলটির ইমপ্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদের ব্যাটে।