promotional_ad

সবার শেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন হাসান আলী। মাঝে প্রায় দেড় বছর ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে জড়াতে পারেননি অভিজ্ঞ এই পেসার। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দলে ডাকা হয় তাকে। যদিও এক ম্যাচ খেলার পরই তাকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা।


বিশ্বকাপের আগে হওয়া শেষ সিরিজের মাঝে স্কোয়াড থেকে সরিয়ে দেয়ায় নিশ্চিতইভাবেই পরিকল্পনায় ছিলেন না হাসান। ফলে বর্তমানে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সময় পার করতে হবে তাকে। এদিকে হাসানকে বাদ দেয়ার পরও স্কোয়াডে বাড়তি ছিলেন আরও দুজন। ১৫ জনের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে সালমান আলী আঘা এবং ইরফান নিয়াজিকে।


promotional_ad

তাদের দুজনকে বাদ দিয়ে জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে অনুমেয়ভাবেই সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।


বাঁহাতি পেসার আমির সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন ২০১৬ সালে, ভারতের মাটিতে। প্রায় ৮ বছর পর আরও একটি ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। এদিকে তার সতীর্থ ইমাদ বিশ্বকাপ খেলেছেন ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। প্রথমবারের মতো আইসিসির টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন আবরার আহমেদ, আজম খান, আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব এবং উসমান খান।


সবশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল থেকে এবার রয়েছেন ৮ জন। যেখানে অধিনায়ক বাবর আজমের সঙ্গী ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি। বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ডকে।


পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball