একটি প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে খেলতে নামবে ভারত

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন পরেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলগুলো নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই এই বিশ্ব আসরে খেলতে যাচ্ছে। বেশিরভাগ দলই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য প্রস্তুতি ম্যাচের ওপর নির্ভর করে। সেদিকে ভারত একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে মাঠে নামবে।
সাধারণত আইসিসি বিশ্ব আসরে দলগুলোর একাধিক প্রস্তুতি ম্যাচের সুযোগ দিয়ে থাকে। তবে সেই সুবিধা নিচ্ছে না ভারত। দেশটির ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এরপর লম্বা সময়ের ভ্রমণক্লান্তি শেষে একটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় না তারা।

এরই মধ্যে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়েও জটিলতা রয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি নিউ ইয়র্কে খেলতে চায়। কারণ বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দল সেখানেই অবস্থান করবে।
যদিও আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ভারতকে ফ্লোরিডায় প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় যেতে রাজি না। এ কারণেই মূলত ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ভারতের প্রস্তুতি ম্যাচেরও বানিজ্যিক মূল্য অনেক বেশি। ফলে ভারতের প্রস্তুতি ম্যাচগুলোও টিভিতে দেখানোর চাহিদাও থাকে অনেক বেশি। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচ টিভিতে সম্প্রচার করা হয়েছিল। যদিও সেই ম্যাচ দেখা যায়নি অস্ট্রেলিয়ায়।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সুত্র জানিয়েছে বিশ্বকাপ শুরুর আগে নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও বিশ্বকাপ ঘনিয়ে আসলেও এখনও প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেনি আইসিসি বা বিশ্বকাপের আয়োজকরা।