promotional_ad

যুক্তরাষ্ট্র সিরিজে নেই তাসকিন, খেলবেন হাসান-আফিফরা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। এরপর শেষ ম্যাচে খেলতে পারেননি এই পেসার। ফলে বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্র সিরিজে এই পেসার থাকবেন কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা।


অবশ্য এই পেসারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাসকিনের খেলা হচ্ছে না। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।


promotional_ad

তাসকিন না খেললেও বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে থাকা আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পাবেন। বিশ্বকাপের দল ঘোষণার সময় এমনটাই নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।


এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, 'যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে বলা যায় রিপোর্টে বলা হয়েছে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন তারা সেখানে খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র অংশে (সিরিজে)।'


সিরিজটি শুরু হবে আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ শেষ করেই বিশ্বকাপে নেমে পড়তে হবে বাংলাদেশ দলকে।


এর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। একটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আরেকটি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা থাকলেও বিসিবি চেষ্টায় আছে এই ম্যাচটি বড় কোনো দলের বিপক্ষে খেলার জন্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball