promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ-ডে নিয়ে বিপাকে আইসিসি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এ নিয়ে বিপাকে পড়তে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।


বিশ্বকাপের সূচি অনুযায়ী, ২৭ জুন বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ভেন্যু ত্রিনিদাদ এবং টোবাগো এদিকে দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে একই দিন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়, ভেন্যু গায়ানা।


promotional_ad

তারপর ২৯ জুন সাড়ে আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল ম্যাচের ভেন্যু বার্বাডোজ। আইসিসি তাদের মিডিয়া বার্তায় জানায়, ‘আইসিসির সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।’


বৃষ্টি বা আবহাওয়ার কারণে যদি দ্বিতীয় সেমিফাইনালটি রিজার্ভ ডে'তে যায় তাহলে ফাইনালের আগে ২৪ ঘণ্টাও বিরতি পাবে না যেকোনো একটি দল। যার প্রভাব ফাইনালে তাদের পারফরম্যান্সেও পড়তে পারে।


আইসিসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে’তে গেলে ২৮ জুন বাংলাদেশ সময় ভোরে অবিশিষ্ট অংশ মাঠে গড়াবে। আর যদি দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে’তে যায়, সেটি ২৮ জুন বাংলাদেশ সময় রাতেই শেষ করা হবে।


তারপর আবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলতে হবে ফাইনাল। সমস্যা হচ্ছে, এই কম সময়ের মধ্যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণও করতে হবে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলকে।


আর এই ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে আসরের অন্যতম ফেবারিট দল ভারতের। ভারত যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে দ্বিতীয় সেমিফাইনালে খেলতে হবে তাদের। আর দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডেতে গেলে ও ভারত জিতলে ২৪ ঘণ্টারও কম সময়ে ফাইনাল খেলতে হবে তাদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball