বাংলাদেশের গ্রুপে থাকা নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশ কাউন্টি লিগে ডারহামের হয়ে খেলছেন কলিন অ্যাকারম্যান এবং সোমারসেটের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছেন রুলফ ভ্যান ডার মারউই। কাউন্টির চুক্তি পূরণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের সরিয়ে নিয়েছেন তারা দুজন। যার ফলে অ্যাকারম্যান ও ভ্যান ডার মারউইকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
যদিও কাউন্টির চুক্তি থাকার পরও বিশ্বকাপের দলে রয়েছেন ডারহামের বাস ডি লিড এবং কেন্টের ফ্রেড ক্লাসেন। এদিকে অ্যাকারম্যান ও ভ্যান ডার মারউইকের বাদ পড়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গেল, তরুণ পেসার কাইল ক্লেইন এবং বিধ্বংসী ওপেনার মাইকেল লেভিট।

প্রথমবারের মতো নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ড্যানিয়েল ডোরাম। ভ্যান ডার মারউইয়ের অনুপস্থিতিতে স্পিন বিভাগ সামলাবেন তিনি। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ডোরাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ২০.২৭ গড়ে ২৯ উইকেট নিয়েছেন ডাচ এই স্পিনার।
যদিও নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেননি ডোরাম। তবে নেপাল সফরে নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। স্পিন বিভাগে ডোরামের সঙ্গী হিসেবে আছেন প্রিঙ্গেল। চোটের কারণে বিশ্বকাপ দলে বিবেচনা করা হয়নি ব্রেন্ডন গ্লোভার এবং টিম ভ্যান ডার গাগটেন।
নেদারল্যান্ড স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল দোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।