ম্যাকগার্কও চিন্তা করেনি বিশ্বকাপ দলে জায়গা পাবে: পন্টিং

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা হয়নি হার্ড হিটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। যদিও এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই অজি ব্যাটার। অনেকেই আশা করেছিলেন তাকে নিয়ে বিশ্বকাপের দল দেবে অজিরা।
যদিও তেমনটা হয়নি। এবার অস্ট্রেলিয়া দল নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার বিশ্বাস ম্যাকগার্কও বিশ্বকাপ দলে জায়গা পাবেন বলে আশা করেননি। অস্ট্রেলিয়া বরাবরই তরুণদের চেয়ে অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদেরই বেশি প্রাধান্য দেয়।

এবারও এর ব্যতিক্রম হয়নি। পন্টিং বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইপিএলে। তিনি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তার দলেই খেলছেন ম্যাকগার্ক। ফলে এই অজি ওপেনারকে খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে পন্টিংয়ের।
এ প্রসঙ্গে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না, জ্যাক প্রথম ক্ষেত্রেই যে জাতীয় দলে জায়গা পেয়ে যাবে, এতটা ও নিজেও আশা করেনি। মাত্র কয়েক সপ্তাহ আগে ও আইপিএলে এসেছে। একজন ক্রিকেটারের বদলি হিসেবে। আমার মনে হয়, এই সময়ে ওর মাথায় বিশ্বকাপের দলে নির্বাচিত হওয়ার ভাবনাও আসেনি।'
এবারের আইপিএলে ৮ ম্যাচে ৩৩০ রান করেছেন ম্যাকগার্ক। টুর্নামেন্ট জুড়ে ৪১.২৫ গড়, ২৩৭.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সানরাজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেও সবার মনোযোগ কেড়েছেন এই অজি ব্যাটার। যদিও এবারের টুর্নামেন্টের সেরা জুটি হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকেই বেছে নিয়েছেন পন্টিং।
তিনি বলেছেন, 'এই আইপিএলে সে এতটাই দারুণ পারফরম্যান্স করেছে যে তাকে নিয়ে সবাই কথা বলছে। সে বেশ কিছু জিনিস এতটাই ভালো করেছে যে সে দ্রুতই আলোচনাতে উঠে এসেছে। ২০ বলে হাফ সেঞ্চুরিও করেছে। সেই কারণেই তাকে নিয়ে এত কথা হচ্ছে। পাশাপাশি আমি এটাও বলব এই টুর্নামেন্টের নিঃসন্দেহে সেরা জুটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি। ওদের পারফরম্যান্স সবাইকে ছাপিয়ে গিয়েছে।’