১৪০ রানের জুটিতে সিরিজে সমতা ফেরালেন ফখর-রিজওয়ান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর থেকেই পাকিস্তানকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় আগুনে ঘি ঢেলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রমিজ রাজা তো বাবর আজমদের বিশ্বকাপ জেতার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন অবস্থায় পাকিস্তানের মান বাঁচালেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান।
সাইম আইয়ুব ও বাবরকে শুরুতেই হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। ১৩ রানে ২ উইকেট হারানো সফরকারীদের হাল ধরেন ফখর ও রিজওয়ান। তাদের দুজনের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। সিরিজে সমতায় ফেরার দিনে ফখর ৭৮ রানের ইনিংস খেলে আউট হলেও রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৫ রানে।

ডাবলিনে জয়ের জন্য ১৯৪ রান তাড়ায় মার্ক অ্যাডায়ারের শর্ট অব লেংথ ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে রানের খাতা খুললেন সাইম। এক ছক্কাই অবশ্য শেষ হয়ে থাকল বাঁহাতি এই ওপেনারের ইনিংস। অ্যাডায়ারের অনেকটা একই ধাঁচের ডেলিভারিতে পুল করেছিলেন সাইম। অনেকটা দৌড়ে মিড উইকেটে আসা কার্টিক ক্যাম্ফার ড্রাইভ দিয়ে দারুণ এক ক্যাচ লুফে নিলে সাজঘরে ফিরতে হয় তাকে।
পরের ওভারে ফিরেছেন বাবরও। গ্রাহাম হিউমের শর্ট অব লেংথ ডেলিভারিতে এজ হয়ে লরকান টাকারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এদিন রানের খাতা খুলতে পারেননি পাকিস্তানের অধিনায়ক। ১৩ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়ে তোলেন রিজওয়ান ও ফখর। সময় যত বাড়তে থাকে ততই রান তোলার গতি বাড়াতে থাকেন তারা দুজন। প্রথম দুই ওভারে দুই উইকেট হারালেও পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে পাকিস্তান।
বেঞ্জামিন হোয়াইটের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করে ছক্কা মারা রিজওয়ান দায়িত্বশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ৩৪ বলে। চারে নামা ফখর পঞ্চাশ ছুঁয়েছেন ৩১ বলে। তাদের দুজনের দেড়শ ছুঁইছুঁই জুটি ভাঙেন হোয়াইট। ডানহাতি এই লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে থাকা গ্যারেথ ডেলানিকে ক্যাচ দিয়েছেন ৪০ বলে ৭৮ রানের ইনিংস খেলা ফখর।
বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে ভাঙে রিজওয়ানের সঙ্গে তার ১৪০ রানের দারুণ জুটি। এদিকে ফখর ফিরলেও পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রিজওয়ান। খেলেছেন ৪৬ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস। তাকে সঙ্গ দেয়া আজম খান অ্যাডায়ারের তিন বলে তিন ছক্কা মেরে অপরাজিত ছিলেন ১০ বলে ৩০ রানে। আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অ্যাডায়ার, হিউম এবং হোয়াইট।
এর আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায়নি আয়ারল্যান্ড। আগের ম্যাচের জয়ের নায়ক অ্যান্ড্রু বালবির্নি ও অধিনায়ক পল স্টার্লিং ফিরেছেন দ্রুতই। স্বাগতিকদের সামনে এগিয়ে নিয়েছেন টাকার ও হ্যারি টেক্টর। ২০ ওভারে শেষে আইরিশরা থামে ৭ উইকেটে ১৯৩ রান তুলে। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন টাকার। এ ছাড়া টেক্টর ৩২, ডেলানি ২৮ এবং ক্যাম্ফার করেছেন ২২ রান। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি তিনটি এবং আব্বাস আফ্রিদি নিয়েছেন দুটি উইকেট।