promotional_ad

ম্যাচের আগে অনুশীলনে তাসকিনের চোট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচ খেললেও আজ পঞ্চম ও শেষ ম্যাচের একাদশে নেই ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে একাদশে না রাখার কারণ অবশ্য স্পষ্ট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে ম্যাচ শুরুর আগে দলীয় অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন তাসকিন। বর্তমানে বিসিবির চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন তিনি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পেশিতে টান পেয়েছেন তাসকিন। পরীক্ষানিরীক্ষা আগে জানা যাচ্ছে না কতটুকু গুরুতর তাসকিনের চোট।


promotional_ad

তাসকিন ছাড়াও আজ একাদশের বাইরে আছেন অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান ফিরেছেন বাংলাদেশের একাদশে।


২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন। ভারত বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই চোট নিয়ে খেলতে দেখা যায় তাকে। বিশ্বকাপ শেষে অবশ্য উপযুক্ত কাজটিই করেন তাসকিন।


প্রায় আড়াই মাসের মতো সময় বিশ্রাম নেন তিনি। এই সময়ে পুনর্বাসনও সম্পন্ন করতে দেখা যায় তাকে। এ কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে এবং নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি এই পেসারের।


বিপিএল দিয়ে তাসকিন খেলায় ফিরেছেন এই পেসার। তারপর থেকে অবশ্য নিয়মিতই খেলার মধ্যে আছেন তিনি। বিপিএলের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে খেলেন তিনি। তারপর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball