promotional_ad

বাদ পড়লেও টি-টোয়েন্টি 'সিস্টেমে' থাকছেন ইমন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্কোয়াডে থাকলেও তিন ম্যাচেই খেলার সুযোগ হয়নি পারভেজ হোসেন ইমনের। শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ওপেনিং ব্যাটার।


বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টি সেটআপের সঙ্গেই থাকবেন ইমন। এই উইকেটরক্ষক ব্যাটারের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। তিনি বেশ কিছুদিন ধরেই চোটে ছিলেন। ম্যাচ খেলার মতো ফিট হওয়ায় আবারও তাকে ফলে ফেরানো হয়েছে।


promotional_ad

ইমনের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে জাতীয় দলের নির্বাচক রাজ্জাক বলেছেন, 'সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে যে, ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে সে আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।'


শেষ দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার মধ্যে থাকায় তাকে শেষ দুই ম্যাচে রাখা হয়নি। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।


রাজ্জাক বলেছেন, 'শরিফুলকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই জানেন, মুস্তাফিজকেও আমরা একই কাজ করেছি। যখন ও ভারত থেকে এসেছে। ওর সঙ্গে কথা বলেই আসলে হয়েছে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে। যেহেতু অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে।'


জাতীয় দলের এই নির্বাচক আরও বলেন, 'শরিফুল ও মুস্তাফিজের পরিবর্তনটা হচ্ছে, শরিফুল অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলছে, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে। ওকে একটা বিরতি দেওয়া হয়েছে। যাতে পরিবারকে সময় দিতে পারে। নিজেও একটু বিশ্রাম পায়। শরীরটাকে রিচার্জ করে ফিরতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball