promotional_ad

শান্ত-তানজিদের উইকেটকে ‘টার্নিং পয়েন্ট’ বলছেন হাসারাঙ্গা

ম্যাচে ৭১ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত (ডানে) ও তানজিদ হাসান তামিম (বামে), ফাইল ফটো
পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হতশ্রী পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। ১৬৭ রানে অল আউট হয়ে ম্যাচটি টাইগাররা হেরেছে ৭৭ রানে। অপরদিকে সিরিজে এগিয়ে গিয়ে হাওয়ায় ভাসছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। মাত্র ১০ রান খরচায় চার উইকেট নেয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাও প্রসংশায় ভাসাচ্ছেন নিজ দলকে।

promotional_ad

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে না পারলেও বাংলাদেশকে ঠিক পথেই রেখেছিলেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তানজিদের হাফ সেঞ্চুরিতে জুটির পঞ্চাশও পেরিয়ে যায়।


আরো পড়ুন

র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন শান্ত-মুশফিক

২ জুলাই ২৫
উইকেট নেয়ার পর তাইজুলের উদযাপন, ক্রিকফ্রেঞ্জি

পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬১ রান তোলে সফরকারীরা। দারুণ ব্যাটিংয়ে ৫১ বলে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। শান্তর সঙ্গে তানজিদের জমে ওঠা জুটি ভাঙে রান আউটে। মাহিশ থিকশানার বলে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন শান্ত।


তবে মিলান রত্নায়েকের থ্রোতে মেন্ডিস স্টাম্প ভাঙার আগে পৌঁছাতে পারেননি শান্ত। ২৬ বলে ২৩ রান করে আউট হন তিনি। এ ছাড়া চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেন ৬১ বলে ৬২ রান করা তানজিদ। জেনিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচে ফিরে যান তিনি। এই দুটি উইকেটকেই ম্যাচের 'টার্নিং পয়েন্ট' বলছেন হাসারাঙ্গা।


promotional_ad



আরো পড়ুন

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার

২২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সত্যি বলতে, ম্যাচের টার্নিং পয়েন্ট হলো শান্তর রান আউট এবং তানজিদ তামিমের ক্যাচ। সেই সঙ্গে আমার এবং কামিন্দুর বোলিং।'


আগে ব্যাটিং করে ১২৩ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেন আসালঙ্কা। দলের রান আরও বাড়াতে না পেরে আফসোস করছেন তিনি। তবে দুর্দান্ত এই জয়ে দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিচ্ছেন তিনি।


'আমি যখন ক্রিজে আসি, তখন সময়টা কঠিন ছিল। চেষ্টা করেছি শুরুতে মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে। ভালো শুরু পেয়েছিলাম, তারপর পরিস্থিতি অনুযায়ী খেলতে চেয়েছি। (শেষ দিকে ব্যাট হাতে ইনিংস বড় না করতে পারা নিয়ে) একটু হতাশ অবশ্যই।'


'ওদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে ভুগছিল। তবে আমাদের হাতে যথেষ্ট উইকেট ছিল না শেষ দশ ওভারে আক্রমণ করতে। (ফিল্ডিং নিয়ে) ফিল্ডিংটা ছিল দুর্দান্ত। এই ওয়ানডে দলের এটা ছিল সেরা ফিল্ডিং পারফরম্যান্স, সবাই নিজেদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball