promotional_ad

জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এই দুজনের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকারও।


প্রায় দশ মাস পর, অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে জাতীয় দলে ফিরেছেন সাকিব। ইনজুরির কারণে মাসখানেক মাঠের বাইরে ছিলেন সৌম্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে জাতীয় দলে জায়গা করে নিলেন তিনিও।


promotional_ad

এ ছাড়া মুস্তাফিজ সম্প্রতি আইপিএল খেলে এসেছেন। তার দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। জিম্বাবুয়ে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলার কারণেই আইপিএল থেকে গত ২ মে উড়িয়ে আনা হয়েছে বাঁহাতি এই পেসারকে।


এদিকে এই ক্রিকেটারদের জায়গা করে দিতে তিনজনের নাম কাটা পড়েছে বাংলাদেশের স্কোয়াড থেকে। প্রথম ৩ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কোনো ম্যাচই না খেলা দুই ক্রিকেটার পারভেজ হোসেন এবং আফিফ হোসেন। এ ছাড়া বিশ্রামে রাখা হয়েছে শরিফুল ইসলামকে।


ইতোমধ্যেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে গেছে বাংলাদেশ। আগামী ১০ এবং ১২ মে সিরিজের অবিশিষ্ট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান , তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball