promotional_ad

‘এমন কিছু হওয়ার চেষ্টা করো না যা তুমি নও’, বাবর-আফ্রিদিদের বলছেন গিলেস্পি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের তিক্ত অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার কোচ হতেও নারাজ গিলেস্পি

৭ এপ্রিল ২৫
ফাইল ছবি

সীমিত ওভার ও টেস্টের জন্য একদিন আগেই ভিন্ন ভিন্ন কোচের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের টেস্টের হেড কোচের দায়িত্ব পেয়েছেন জেসন গিলেস্পি। আর টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে গ্যারি কারস্টেনকে। দায়িত্ব পেয়ে দলকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দেন কারস্টেন। এবার সামর্থ্যের বাইরে কিছু না করতে পাকিস্তান দলকে পরামর্শ দিলেন গিলেস্পি।


একইদিনে তিন সংস্করণের ক্রিকেটেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। সাবেক এই অলরাউন্ডার বর্তমানে বাবর আজমদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। কারস্টেন-গিলেস্পি'র সঙ্গে কথা বলেই সহকারী কোচ নিয়োগ দিয়েছে পিসিবি। ইতোমধ্যেই মাহমুদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ভিন্ন সংস্করণে দলটির দুই নতুন হেড কোচ।


promotional_ad

৪৯ বছর বয়সী গিলেস্পি বলেন, 'আমার দর্শন হচ্ছে- এমন কিছু হওয়ার চেষ্টা করো না যা তুমি নও। আমি শুধু চাই পাকিস্তান ক্রিকেট দল তাদের জন্য মানানসই ঘরানার ক্রিকেট খেলুক; আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। কীভাবে এগোবেন সেই জায়গায় আপনাকে বিশুদ্ধ হতে হবে। আমি তাদেরকে বলব; কেবল ইতিবাচক, আগ্রাসী, বিনোদনমূলক ক্রিকেট খেল। মুখে হাসি নিয়ে খেল আর আমাদের সমর্থকদের বিনোদন দাও।'


আরো পড়ুন

কাল দেশে ফিরছেন রিশাদ-নাহিদ

১০ ঘন্টা আগে
বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই যাচ্ছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

'এমন অনেক সময় আসবে যখন একই জিনিস বারবার করতে হবে, আর এটাই টেস্ট ক্রিকেট। এটা দক্ষতা, মানসিক সক্ষমতা এবং ধৈর্যের পরীক্ষা নেবে। এমন সময় আসবে যখন আক্রমণ করতে হবে, আবারও কখনও লড়াই করতে হবে। যতটা সম্ভব ধারাবাহিক হতে পারলে আশা করি, স্কোরবোর্ডে রান বাড়তে থাকবে এবং আমরা কিছু ম্যাচ জিততে পারব।'


বর্তমানে সাউথ অস্ট্রেলিয়ার কোচ হিসেবে কর্মরত আছেন গিলেস্পি। আগামী জুনে এই দায়িত্ব ছেড়ে পাকিস্তান যাবেন তিনি। এর আগে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার ও সাসেক্সের হেড কোচ ছিলেন সাবেক এই অজি পেসার। তার হাত ধরে টানা দু'বার কাউন্টি'র শিরোপা জিতে ইয়র্কশায়ার।
কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোনো টেস্ট দলের হেড কোচের দায়িত্ব পেলেন গিলেস্পি। সবশেষ বিশ্বকাপের পর হেড কোচের চাকরি থেকে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পিসিবি। এরপর থেকেই খালি রয়েছে পাকিস্তান দলের হেড কোচের পদ।


তৎক্ষণাৎ নতুন কাউকে খুঁজে না পাওয়ায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব সামলেছেন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর অন্তর্বর্তী কোচের দায়িত্বে থাকা হাফিজকেও সরিয়ে দেয় পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball