promotional_ad

ভুলের পুনরাবৃত্তি হলে চলবে না: হার্দিক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের ফলে আইপিএলের প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে হার্দিক পান্ডিয়ার দল। এ নিয়ে ৮ ম্যাচের মধ্যে ৫টিতেই হারল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।


মুম্বাইয়ের এমন ভরাডুবির পেছনে অনেকেই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দোষ দেখছেন। হার্দিক নিজে অবশ্য রাজস্থানের বিপক্ষে হারের জন্য অন্য কারো ঘাড়ে দোষ চাপাচ্ছেন না। তিনি নিজেদের ভুল নিজেরাই শোধরানোর পক্ষে। হার্দিক মনে করেন এই ম্যাচে ১০-১৫ রান কম হয়েছে তাদের।


promotional_ad

এ প্রসঙ্গে হার্দিক বলেছেন, ‘আমরা শুরুতেই সমস্যায় পড়েছিলাম। তিলক ও নেহাল যেভাবে ব্যাটিং করেছে- সেটা ছিল অসাধারণ। আমি মনে করি না যে আমরা যখন প্রথম দিকে কয়েকটি উইকেট হারিয়ে ফেলি তখন আমরা ভেবেছিলাম যে আমরা ১৮০ রান ছুঁতে পারব। আমরা ভালো শেষ করতে পারিনি এবং সেই কারণে আমরা ১০-১৫ রান কম ছিলাম।’


রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের বোলাররা বোলিংয়ের সময় লাইন লেংথ বজায় রেখেই বল করতে পারেননি। ৯ উইকেটে হারের ম্যাচে একমাত্র উইকেটটি নিয়েছেন পিযুষ চাওলা। মূলত ইয়াসভি জায়সাওয়ালের ঝড়ো ব্যাটিংয়ের কাছে পাত্তাই পায়নি মুম্বাই। রাজস্থানের এই ওপেনার খেলেছেন ৬০ বলে ১০৪ রানের ইনিংস।


হারের দায় কাঁধে নিয়ে হার্দিক বলেছেন, ‘খেলার শুরুতে পাওয়ার প্লেতে আমরা অনেক ওয়াইড করেছি। আমি মনে করি না যে এটি আমাদের সেরা দিন ছিল। সামগ্রিকভাবে, আমরা সঠিকভাবে খেলতে পারিনি এবং শেষ পর্যন্ত তারা আমাদেরকে টপকে গিয়েছে।’


হার থেকে সতীর্থ ক্রিকেটারদের শেখার পরামর্শ দিয়ে হার্দিক বলেন, ‘খেলার পরে, খেলোয়াড়দের কাছে যাওয়াটা সঠিক সময় নয়, সবাই পেশাদার, তারা তাদের ভূমিকা জানে। আমরা যা করতে পারি তা হলো এই ম্যাচ থেকে শিখতে পারি। আমরা যা ভুল করেছি, তা সংশোধন করতে পারি এবং নিশ্চিত করতে হবে যে আমরা যেন এই ভুল আর না করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball