promotional_ad

দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিলেন পান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে উইকেট মন্থর করে নিজেরাই বিপদে পড়ল লক্ষ্ণৌ

২ এপ্রিল ২৫
লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারের পর ঋষভ পান্ত (বামে) ও জহির খান (ডানে), আইপিএল

গতরাতের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৯০ রান তাড়া করতে নামে দিল্লি ক্যাপিটালস। ৮.৫ ওভারে এই রান তাড়া করলেও চার উইকেট হারিয়ে ফেলে দিল্লি। মূলত নেট রান রেটে এগিয়ে থাকতে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলার পরিকল্পনা করে দিল্লি।


অল্প লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় দিল্লি। ১০ বলে ২০ রানের দারুণ এক শুরু এনে দিয়ে স্পেন্সার জনসনের বলে ফিরে যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক। জনসনের লেগসাইডের বাইরে করা বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ফ্রেজার-ম্যাকগার্ক।


পরের ওভারে আরেক ওপেনার পৃথ্বী শ'কেও হারায় দিল্লি। ৬ বলে ৭ রান করা পৃথ্বীকে ফেরান সন্দীপ ওয়ারিয়র। তার শর্ট বলে শর্ট থার্ডে ক্যাচ তুলে বিদায় নেন পৃথ্বী। নিজের পরের ওভারে ৭ বলে ১৫ রান করা অভিষেক পোরেলকে বোল্ড করেন সন্দীপ।


promotional_ad

আগ্রাসী ভঙ্গিমায় খেলতে খেলতে পাওয়ার প্লে'র মধ্যেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে দিল্লি। পাওয়ার প্লে'র শেষ ওভারে অবশ্য শাই হোপের উইকেট হারায় দলটি। রশিদ খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ডে ক্যাচ দেন ১০ বলে ১৯ রান করা হোপ। তারপর আর উইকেট পড়েনি। চার উইকেট পড়ার পর দিল্লিকে জয়ের বন্দরে নিয়ে যান পান্ত ও সুমিত কুমার।


আরো পড়ুন

বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে

৭ ঘন্টা আগে
ফাইল ছবি

ম্যাচে ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ঋষভ পান্ত। যদিও তাকে ম্যাচসেরা করা হয় দুটি ক্যাচ, দুটি স্টাম্পিং এবং দারুণ অধিনায়কত্বের জন্য। তার সঙ্গে অপরাজিত থাকা সুমিত করেন ৯ বলে ৯ রান।


ম্যাচ শেষে পান্ত বলেন, 'এই ম্যাচে খুশি হওয়ার অনেক কিছুই আছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে আলাপ করেছি। আমাদের দলে এটা নিয়ে কথা হয়েছে। অবশ্যই এটা ছিল আইপিএলের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। টুর্নামেন্ট এখনও বাকি আছে, আমাদের শেখার অনেক কিছুই আছে। আপাতত আমরা একটি করে জয় উদযাপন করতে চাই।'


'মাঠে ফেরার আগে আমার একটাই চিন্তা ছিল, কীভাবে আরও ভালোভাবে মাঠে ফেরা যায়। যখন আমি রিহ্যাবে ছিলাম তখন প্রতিটি প্রক্রিয়াই আমি উপভোগ করতাম। ৯০ রান অতিক্রম করা নিয়ে একটি কথাই হয়েছে, যত দ্রুত সম্ভব এটা করে ফেলতে হবে। কিছু ম্যাচে আমরা হেরেছি, যেখানে আমরা নেট রা??? রেটে পিছিয়ে গেছি।'


এই জয়ে দিল্লি পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে গেল। গুজরাটের সমান পয়েন্ট থাকা সত্ত্বেও -০.৯৭৫ থেকে -০.০৭৪ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় উপরে থাকল দিল্লি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball