promotional_ad

টেস্টের প্রস্তুতির জন্য পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবেন মুমিনুলরা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা বলের ক্রিকেটের ভাবনায় না থাকায় বিশ্বকাপ চলাকালীন মাঠের বাইরে থাকতে হবে মুমিনুল হক, সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়দের। বিশ্বকাপ শেষে টেস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ার আগে খেলা নেই ঘরোয়া ক্রিকেটেও। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ চলার সময়ই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা। এরপর যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে তাদের বিপক্ষে খেলবেন তিনটি টি-টোয়েন্টি। সেখান থেকে দেশে না ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অর্থাৎ ডিপিএল শেষ হওয়ার পর বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন সাকিব আল হাসান।


promotional_ad

বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশের ব্যস্ততা অবশ্য টেস্টকে ঘিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে বাংলা। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজগুলো শুরুর আগে খানিকটা অবসর সময় পার করতে হবে মুমিনুল, জাকির, সাদমান, সৈয়দ খালেদ আহমেদ কিংবা জয়দের মতো টেস্ট ক্রিকেটারদের।


মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে কোন টুর্নামেন্ট নেই। এমন অবস্থায় লাল বলের ক্রিকেটাররা যাতে নিজেদের প্রস্তুত রাখতে পারে সেজন্য পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি করে চারদিনের এবং তিনটি করে একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।


মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ফাঁকা সূচি থাকায় তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সূচি চূড়ান্ত না হলেও জুনে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান ‘এ’ দল। সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।


‘এ’ দলের তিনটি সিরিজ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের ‘এ’ দলের খেলা আছে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে। নিউ জিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে। আমরা এর মধ্যে পরিকল্পনা করছি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ভালো একটা সময় আছে।’


‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারতের সঙ্গে খেলা আছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের লাল বলের ক্রিকেটাররা যারা এখানে থাকবে, তাদের নিয়ে যাতে কাজ করা যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball