promotional_ad

বিশ্বকাপে রোহিতের সঙ্গে কোহলিকে ওপেন করাতে চায় ভারত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৭ ইনিংসে ৩৬১ রান, ১ সেঞ্চুরির সঙ্গে বিরাট কোহলি করেছেন ২ হাফ সেঞ্চুরি। ৭৯.৭৫ গড় এবং ১৪৭.৩৪ স্ট্রাইক রেটে রান তোলার পরও কোহলি ভারতের বিশ্বকাপ দলে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। ভারতের সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে থাকবেন না কোহলি। যদিও দৈনিক জাগরণ জানিয়েছে, রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কোহলিকে চান ভারতের নির্বাচকরা।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়মিত ওপেন করলেও জাতীয় দলের জার্সিতে কোহলির পছন্দের জায়গা তিন কিংবা চার। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনেই খেলেছেন তিনি। তবে এমন নয় যে জাতীয় দলের হয়ে কখনও ওপেনিং করেননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার হিসেবেই ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কোহলি।


promotional_ad

এরপর ধীরে ধীরে তিনে নেমে আসেন এবং জায়গাটা নিজের বানিয়ে নেন। ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে পরিসংখ্যান তার পক্ষেই কথা বলতো। যেখানে ৯ ম্যাচে ৫৭ গড়ে ৪০০ রান করেছেন কোহলি। যা তার ক্যারিয়ার গড় ৫১ এর চেয়ে বেশি। স্ট্রাইক রেটও তিনের চেয়ে বেশি ওপেনিংয়ে। তিনে ১৩৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কোহলি ওপেনিংয়ে রান করেন ১৬১ স্ট্রাইক রেটে।


রোহিতের সঙ্গে একবারই ওপেনিং করেছিলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ২২৪ রান তুলেছিল ভারত। ওপেনিং জুটিতে রোহিত ও কোহলি তুলেছিলেন ৯ ওভারে ৯৪ রান। সেদিন ৫২ বলে ৮০ রান করেছিলেন কোহলি। যার ফলে বিশ্বকাপের জন্য ওপেনিংয়ে ভারতের অধিনায়কের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তাকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জাগরণ। গত সপ্তাহে মুম্বাইয়ে বৈঠক করেছেন রোহিত, রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগারকার।


টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাদের কাছে পরিষ্কার ধারণা চেয়েছিলেন কোহলি। যেখানে আলোচনার পর কোহলিকে ওপেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এমনটা হলে বিশ্বকাপ দল থেকে জায়গা হারাতে হতে পারে যশস্বী জয়সাওয়ালকে। আইপিএলের এবারের আসরে ছন্দে নেই তরুণ এই ওপেনার। যার ফলে ব্যাক আপ ওপেনার হিসেবেও সুযোগ হচ্ছে না তার।


প্রতিবেদন অনুযায়ী, ব্যাক আপ ওপেনার হিসেবে বিশ্বকাপে যেতে পারেন শুভমান গিল। এদিকে কোহলি ওপেনিং করলে তিনে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। মিডল অর্ডারে বিবেচনা করা হতে পারে রিংকু সিং, রিয়ান পরাগ কিংবা শিভাম দুবেদের। জায়গা নড়বড়ে হয়ে আছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। পুরোদমে বোলিং করতে পারলেই কেবল তাকে বিশ্বকাপে নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball