promotional_ad

আক্রমণাত্মক ব্যাটিংই আইপিএল জেতাবে, বিশ্বাস পন্টিংয়ের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে রান বন্যা বইয়ে দিচ্ছে দলগুলো। প্রথম ৩১ ম্যাচে ওভার প্রতি রান হয়েছে ৯.৪৮। যা আইপিএলের গত আসরে ছিল ৮.৯৯। ফলে বোঝাই যাচ্ছে বোলারদের ওপর কতটা ঝড় বইয়ে দিচ্ছেন আইপিএলের ব্যাটাররা।


কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২৪ রান তাড়া করতে নেমে ওভারপ্রতি ৯.৪৮ করে রান তুলেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহটিও এসেছে এবার। এর আগে ২০১৩ সালের ২৩ এপ্রিল ক্রিস গেইলের ১৭৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল।


promotional_ad

এই বছর বেঙ্গালুরুর সেই রেকর্ড রান তিনবার ছাড়িয়ে গেছে দলগুলো। বেঙ্গালুরুর বিপক্ষে দুদিন আগেই ৩ উইকেটে ২৮৭ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারাই এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের রেকর্ড গড়েছিল। নিজেদের রেকর্ড এবার নিজেরাই ভেঙেছে প্যাট কামিন্সের দল।


দিল্লি ক্যাপিটালস অবশ্য রান তোলায় অন্যদলগুলোর চেয়ে কিছুটা পিছিয়েই আছে। দলটির প্রধান কোচ রিকি পন্টিং মনে করেন আইপিএলে রক্ষণাত্মক বোলিংয়ের চেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করলেই কেবল শিরোপা জেতা সম্ভব। তিনি মনে করেন আইপিএলের নতুন কিছু নিয়মই ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিং সহজ করে দিয়েছে।


তিনি বলেন, 'সানরাইজার্সকে কৃতিত্ব দিতে হবে দুটি বড় সংগ্রহের জন্য। কলকাতাও ২৬০ রানের বেশি করেছে আমাদের বিপক্ষে। আমার মনে হয় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এই জায়গায় বড় ভূমিকা রাখছে যখন দলগুলো ব্যাটিং করছে। আপনি দেখেছেন ট্রাভিস হেড গত রাতে কীভাবে ব্যাটিং করেছে। এভাব কখনই এভাবে ব্যাটিং করতে পারবেন না যদি নিচের দিকের ব্যাটসম্যানদের ওপর আস্থা না থাকে।'


আগে দেখা যেত রক্ষণাত্মক বোলিং করেই প্রতিপক্ষকে আটকে দিতে পারছে আইপিএলের দলগুলো। তবে এবার এমনটা হচ্ছে। এক দল বড় স্কোর গড়লেও তা নিরাপদ থাকছে না অন্যদলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে। পন্টিংও মনে করেন যে দল যত বেশি আক্রমণাত্মক হতে পারবে তারাই আইপিএলে শিরোপা জিতবে।


এ প্রসঙ্গে পন্টিং বলেন, 'আইপিএল ও বিগব্যাশের মতো টুর্নামেন্টে রক্ষণাত্মক বোলিং করা সেরা দলগুলো জিতেছে। কিন্তু এবারের আইপিএলে যেমনটা হচ্ছে ভিন্ন নিয়মের কারণে যারা বোলারদের ওপর চড়াও হতে পারছে এবং বড় সংগ্রহ গড়তে পারছে তারাই জিতছে। আমার মনে হয় রক্ষণাত্মক বোলিংয়ের চেয়ে যারা আক্রমণাত্মক ব্যাটিং বেশি করতে পারবে তারাই আইপিএল জিতবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball