promotional_ad

ফর্মের তুঙ্গে থাকা নারিনকে বিশ্বকাপ খেলাতে মরিয়া পাওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নারিন-নরকিয়ার পর ব্যাট বদলে বাধ্য হলেন পরাগ

১৭ এপ্রিল ২৫
পরাগের ব্যাট পরিমাপ করছেন আম্পায়ার, আইপিএল

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সুনীল নারিন । যার কারণে ফর্মের তুঙ্গে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই তার। ব্যাট-বলে দারুণ সময় কাটানো নারিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে মরিয়া এই সংস্করণে ক্যারিবিয়ানদের অধিনায়ক রভম্যান পাওয়েল।


আইপিএলে গতরাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান নারিন। ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৩টি চার এবং ৬টি ছক্কার মার। তার সেঞ্চুরিতে ২২৩ রানের পুঁজি পেলেও জস বাটলারের দারুণ সেঞ্চুরিতে ম্যাচটি হেরে যায় কলকাতা নাইট রাইডার্স।


promotional_ad

শুধু গতকালের ম্যাচ নয় পুরো আইপিএলেই ব্যাট-বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন নারিন। এখন পর্যন্ত ছয় ম্যাচে ৪৬ গড় এবং ১৮৭.৭৫ স্ট্রাইক রেটে ২৭৬ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয়তে আছেন তিনি।


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

গতকাল কলকাতাকে হারানোর ম্যাচে ব্যাট হাতে অবদান রাখেন পাওয়েল নিজেও। মাঠে নারিনের সেঞ্চুরি খুব কাছ থেকেই দেখেছেন ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি অধিনায়ক। ম্যাচ শেষে নারিনকে জাতীয় দলে পাওয়ার প্রত্যাশা করেছেন তিনি।


পাওয়েল বলেন, 'গত ১২ মাসে আমি তার কানে এই কথা (অবসর ভেঙে ফেরার জন্য) বলেই যাচ্ছি। কিন্তু সে কাউকেই কিছু বলছে না। আমি পোলার্ড (কাইরন), ব্রাভো (ডোয়াইন) এবং পুরানকেও (নিকোলাস) বলেছি। আশা করি বিশ্বকাপের দল দেয়ার আগে ওরা তাকে (নারিন) ফেরাতে পারবে।'


ম্যাচটি জেতাতে ৬০ বলে অপরাজিত ১০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন জস বাটলার। শেষদিকে ১৩ বলে ২৬ রানের ক্যামিওতে দলকে জেতাতে সহায়তা করেন পাওয়েল নিজেও। চলতি আইপিএলে এটা ছিল পাওয়েলের দ্বিতীয় ম্যাচ।


নিজের ব্যাটিং পজিশন নিয়ে পাওয়েল আরও বলেন, 'আমি তাদের বলেছি যে আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করি। তোমরা যদি মনে করো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে ভালো দল তাহলে আমাকে উপরের দিকে ব্যাটিং করাতে পারো। আমরা সামনে কয়েকদিন বন্ধ পেয়েছি। এটা আমি তাদের বলতেই থাকব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball