promotional_ad

‘মুস্তাফিজ টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘এ’ দলে মুস্তাফিজের বদলি খালেদ, তাসকিনকে নিয়ে সুখবর

২ মে ২৫
মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ

আইপিএলে এখন পর্যন্ত কেবল দুই ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। এরই মাঝে ছয়টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। পুরো আসরজুড়ে এভাবে বোলিং করতে থাকলে 'টুর্নামেন্ট সেরা বোলার' হয়ে যাবেন মুস্তাফিজ, এমনটাই মনে করছেন মিচেল ম্যাকলেনাহান।


গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম দুই ওভারে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার। ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সেই ওভারে মুস্তাফিজ দেন ১০ রান।


promotional_ad

তারপর এগারোতম ওভারে আবারও বোলিং করেন মুস্তাফিজ। এই ওভারে আরও ১৩ রান খরচা করেন তিনি। শেষদিকে ১৭তম ওভারে ডাক পড়ে তার। সেই ওভারের দ্বিতীয় বলেই রশিদ খানকে ফেরান মুস্তাফিজ। এই টাইগার পেসারের স্লোয়ার বলে মিড উইকেটে রাচিন রবীন্দ্রকে ক্যাচ দেন ১ রান করা রশিদ।


আরো পড়ুন

বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে

৭ ঘন্টা আগে
ফাইল ছবি

১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মুস্তাফিজ আউট করেন রাহুল তেওয়াতিয়াকে। মুস্তাফিজের অফ কাটারে লং অফে ক্যাচ দেন রাচীনকে। মুস্তাফিজ নিজের ওভার শেষ করেন ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়ে।


টানা দুই ম্যাচে তার এমন দারুণ বোলিং দেখে ম্যাকলেনাহান বলেন, 'উইকেটের যে ধরন দেখছি তাতে থিকসানার একাদশে ফেরা কঠিন। মুস্তাফিজ ইনিংসের শেষ দিকে যে কয়েকটি স্লোয়ার করেছে তা দেখে মনে হয়েছে সে খুব ভালো ছন্দে আছে। উইকেট থেকেও সে বেশ সহায়তা পাচ্ছিল, যদি এভাবেই চলতে থাকে তাহলে সে টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হবে।'


এর আগে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন এবং রজত পাতিদারকে আউট করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball